একটি কুকুরের অপমৃত্যু
একটি কুকুরছানা চাপা দিয়ে চলে
গেল বাসটা। একটি বার কেউ ফিরে
তাকলো না; নির্বিকার পথচারী, মোড়ে
দাঁড়ানো ন্যাড়া মাথার ট্রাফিক পুলিশ
ভ্রুক্ষেপহীন, দেদার বাঁশি ফুকিয়েই
চলেছে বিরতিহীন! কর্মব্যস্ত পথে
একটি কুকুরছানা চাপা দিয়ে চলে
গেল, অতিকায় এক যাত্রীবাহী বাস।
এভাবেই পরে রবে পশুটির লাশ
সারাদিন। কাল ভোরে পৌরসভা থেকে
পরিচ্ছন্নতা কর্মীরা এসে ময়লার ট্রাকে
করে নিয়ে যাবে। আহা কুকুরটা শুধু
খেলছিল, ড্রাইভার চাইলে এড়ানো
যেত দুর্ঘটনা; কিন্তু কেউ দেখলো না!
গেল বাসটা। একটি বার কেউ ফিরে
তাকলো না; নির্বিকার পথচারী, মোড়ে
দাঁড়ানো ন্যাড়া মাথার ট্রাফিক পুলিশ
ভ্রুক্ষেপহীন, দেদার বাঁশি ফুকিয়েই
চলেছে বিরতিহীন! কর্মব্যস্ত পথে
একটি কুকুরছানা চাপা দিয়ে চলে
গেল, অতিকায় এক যাত্রীবাহী বাস।
এভাবেই পরে রবে পশুটির লাশ
সারাদিন। কাল ভোরে পৌরসভা থেকে
পরিচ্ছন্নতা কর্মীরা এসে ময়লার ট্রাকে
করে নিয়ে যাবে। আহা কুকুরটা শুধু
খেলছিল, ড্রাইভার চাইলে এড়ানো
যেত দুর্ঘটনা; কিন্তু কেউ দেখলো না!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ১৬/০৮/২০১৭ভাবনাটাকে সাধুবাদ জানাই।
-
আব্দুল হক ১৫/০৮/২০১৭ভালো , সুন্দর লিখা!!
-
Tanju H ১৫/০৮/২০১৭সুন্দর!!
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৫/০৮/২০১৭বা। ভালোলাগা সহ।