ঋণজাল
তোমাকে ভালাবাসতে বাসতে জীবন
ফুরিয়ে যাবে, তবুও শোধ হবে না যে,
তোমার ভালবাসার ঋণ! উল্টো আরো
আষ্টেপৃষ্ঠে ঋণজালে জড়াব নিজেকে,
মূক সময়ের সাথে! এ কেমনতর
ঋণ তোমার, কিছুতে শোধরানো যায়
না, বরং চক্রাবর্তে শুধু বেড়ে চলে,
বেড়েই চলে, দারুণ ঝঞ্ঝাটে এ ঋণ!
একটি দিন, একটি বিকেল ভুলতে
পারি না আমি কিছুতে; তোমার চোখের
কোণে একবিন্দু জল; দুজন সম্মুখে;
তুমি জান না, কোথায় লুকোবে নিজেকে,
কোথায় আড়াল! সেই থেকে আমি বন্দী
ঋণজালে, শুধু খুঁজে ফিরি পরিত্রাণ।
#
অন্ত্যমিলহীন সনেট
ফুরিয়ে যাবে, তবুও শোধ হবে না যে,
তোমার ভালবাসার ঋণ! উল্টো আরো
আষ্টেপৃষ্ঠে ঋণজালে জড়াব নিজেকে,
মূক সময়ের সাথে! এ কেমনতর
ঋণ তোমার, কিছুতে শোধরানো যায়
না, বরং চক্রাবর্তে শুধু বেড়ে চলে,
বেড়েই চলে, দারুণ ঝঞ্ঝাটে এ ঋণ!
একটি দিন, একটি বিকেল ভুলতে
পারি না আমি কিছুতে; তোমার চোখের
কোণে একবিন্দু জল; দুজন সম্মুখে;
তুমি জান না, কোথায় লুকোবে নিজেকে,
কোথায় আড়াল! সেই থেকে আমি বন্দী
ঋণজালে, শুধু খুঁজে ফিরি পরিত্রাণ।
#
অন্ত্যমিলহীন সনেট
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ১৩/০৮/২০১৭পরিত্রাণ কি সহজ? সুন্দর...
-
কামরুজ্জামান সাদ ১৩/০৮/২০১৭ভাল লিখেছেন
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ১২/০৮/২০১৭সুন্দর