কেন এই ভালবাসাবাসি
কেন এই ভালবাসাবাসি সখী
কেন এই প্রেম প্রেম খেলা!
আজও নির্ঘুম রাতের অলিন্দে
চুপিচুপি দোলা দিয়ে যায়,
তোমাদের সেসব স্মৃতির মিছিল;
ব্যথাভার বেড়ে চলে শুধু,
শূন্যতায় ভরে বুক।
কতো পার্ক মার্কেট ক্যাফে
থিয়েটার, কতো মুখর সড়ক,
এলোমেলো পথ চলা;
আড়চোখে তাকানো তোমাদের,
জুলফি সরিয়ে আঙুলের স্পর্শে,
অকারণ লাজুক হেসে হেসে,
আবেশ ছড়িয়ে চলে যাওয়া!
আমি আজও পাই সেসব
সুগন্ধির মনোমুগ্ধকর ঘ্রাণ,
যা ছিল তোমাদের ঝকমকে জামায়
বা ভ্যানিটিব্যাগে থাকা রুমালে;
মনে পড়ে যায় সতেজ সে মুখগুলো,
অজান্তে খুঁজে ফিরি মানুষের ভিরে।
কেন এই প্রেম প্রেম খেলা!
আজও নির্ঘুম রাতের অলিন্দে
চুপিচুপি দোলা দিয়ে যায়,
তোমাদের সেসব স্মৃতির মিছিল;
ব্যথাভার বেড়ে চলে শুধু,
শূন্যতায় ভরে বুক।
কতো পার্ক মার্কেট ক্যাফে
থিয়েটার, কতো মুখর সড়ক,
এলোমেলো পথ চলা;
আড়চোখে তাকানো তোমাদের,
জুলফি সরিয়ে আঙুলের স্পর্শে,
অকারণ লাজুক হেসে হেসে,
আবেশ ছড়িয়ে চলে যাওয়া!
আমি আজও পাই সেসব
সুগন্ধির মনোমুগ্ধকর ঘ্রাণ,
যা ছিল তোমাদের ঝকমকে জামায়
বা ভ্যানিটিব্যাগে থাকা রুমালে;
মনে পড়ে যায় সতেজ সে মুখগুলো,
অজান্তে খুঁজে ফিরি মানুষের ভিরে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ০৭/০৮/২০১৭খুব সুন্দর হয়েছে...
-
তীর্থের কাক ০৭/০৮/২০১৭চমৎকার
-
কামরুজ্জামান সাদ ০৭/০৮/২০১৭অনবদ্য কবি