কিছু কি বলার ছিল
কিছু কি বলার ছিল
সেদিন সেই রোদ ঝলমলে বিকেলে
কোলাহলময় মার্কেট
কফির পেয়ালা হাতে
আমি বসেছিলাম একা
অদূরে তুমি বারবার আড়চোখে
তাকাচ্ছিলে আমার দিকে,
এভাবে তাকানোর কোনও
মানেই হয় না
আমি অতি সাধারণ একজন মানুষ
নই কেউকেটা কেউ
যে বারবার ওভাবে আড়চোখে
তাকাবে আমার দিকে
অমন মুগ্ধতা নিয়ে!
কিছু কি বলার ছিল
রোদ পড়ে গিয়েছিল প্রায়
সূর্য অস্তগামী
আকাশে তার উজ্জ্বল লালিমা;
গতানুগতিক একটি দিন
বিশেষত্ব নেই কোনও,
তোমার স্মিত লাজুক হাসি
বারবার আড়চোখে তাকানো,
অগণ্য মানুষ চারপাশে
বোধহয় কোনও শুক্রবার ছিল সেটা
মুখর করিডোর, দুয়েকটি বাতি।
কিছু কি বলার ছিল
জানি ছিল
হয়তো বলেওছিলে তা,
কিন্তু আমি যে বুঝি না চোখের ভাষা
ইশারায় কথা বলা
ইশারায় ভালবাসাবাসি!
যদি আবার কখনও ফাগুন আসে
যদি আবার কখনও ফিরে পাই
সেই পড়ন্ত বিকেলবেলা
সেই মার্কেট, মুখোমুখি তুমি আমি
তবে সব সঙ্কোচ দ্বিধা দ্বন্দ্ব ভুলে
আমাকে অকপটে মুখ ফুটে ব'লো,
তোমার সে না বলা কথা।
সেদিন সেই রোদ ঝলমলে বিকেলে
কোলাহলময় মার্কেট
কফির পেয়ালা হাতে
আমি বসেছিলাম একা
অদূরে তুমি বারবার আড়চোখে
তাকাচ্ছিলে আমার দিকে,
এভাবে তাকানোর কোনও
মানেই হয় না
আমি অতি সাধারণ একজন মানুষ
নই কেউকেটা কেউ
যে বারবার ওভাবে আড়চোখে
তাকাবে আমার দিকে
অমন মুগ্ধতা নিয়ে!
কিছু কি বলার ছিল
রোদ পড়ে গিয়েছিল প্রায়
সূর্য অস্তগামী
আকাশে তার উজ্জ্বল লালিমা;
গতানুগতিক একটি দিন
বিশেষত্ব নেই কোনও,
তোমার স্মিত লাজুক হাসি
বারবার আড়চোখে তাকানো,
অগণ্য মানুষ চারপাশে
বোধহয় কোনও শুক্রবার ছিল সেটা
মুখর করিডোর, দুয়েকটি বাতি।
কিছু কি বলার ছিল
জানি ছিল
হয়তো বলেওছিলে তা,
কিন্তু আমি যে বুঝি না চোখের ভাষা
ইশারায় কথা বলা
ইশারায় ভালবাসাবাসি!
যদি আবার কখনও ফাগুন আসে
যদি আবার কখনও ফিরে পাই
সেই পড়ন্ত বিকেলবেলা
সেই মার্কেট, মুখোমুখি তুমি আমি
তবে সব সঙ্কোচ দ্বিধা দ্বন্দ্ব ভুলে
আমাকে অকপটে মুখ ফুটে ব'লো,
তোমার সে না বলা কথা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ৩০/০৭/২০১৭সু ন্দ র।
-
কামরুজ্জামান সাদ ২৯/০৭/২০১৭বেশ লিখেছেন কবি
-
ন্যান্সি দেওয়ান ২৯/০৭/২০১৭
-
Abdullah Al Mamun ২৯/০৭/২০১৭Good