ঈর্ষা
আমি সুখি হই
যখন দেখি কোনও কাক
এক টুকরো মাংস ঠোটে নিয়ে
অজানায় উড়ে চলেছে
আমি ঈর্ষান্বিতও হই;
উহু ওই মাংসের টুকরোর জন্যে নয়
এটা এই ভেবে যে,
ওই নগণ্য কাকের মতো
আমি ছিনিয়ে নিতে পারি না
এক মুঠো ভাত।
যখন দেখি কোনও কাক
এক টুকরো মাংস ঠোটে নিয়ে
অজানায় উড়ে চলেছে
আমি ঈর্ষান্বিতও হই;
উহু ওই মাংসের টুকরোর জন্যে নয়
এটা এই ভেবে যে,
ওই নগণ্য কাকের মতো
আমি ছিনিয়ে নিতে পারি না
এক মুঠো ভাত।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সংহিতা ০৪/০৮/২০১৭বেশ সুন্দর ...
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২২/০৭/২০১৭ভালো।
-
ধ্রুবক ২২/০৭/২০১৭সুন্দর লেখা।
-
বিপ্লব চাকমা ২২/০৭/২০১৭কবি, সাদামাটা ভাবে বিশাল বিষয়ের উপস্থাপনায় কবিত্বের বিশাল আত্মপ্রকাশ। দারুণ। শুভেচ্ছা।
-
সাঁঝের তারা ২২/০৭/২০১৭সুন্দর
-
কামরুজ্জামান সাদ ২২/০৭/২০১৭দারুন
-
আবু ইসহাক ২১/০৭/২০১৭excellent
-
ন্যান্সি দেওয়ান ২১/০৭/২০১৭Good.
-
আব্দুল হক ২১/০৭/২০১৭সুন্দর