ক্রীতদাস
কতবার অভিমানে ফিরিয়ে নেই মুখ
জীর্ণ ক্লিষ্ট রিক্ত প্রাণের আর্তি নিয়ে
আবার তোমার কাছেই ফিরে আসি
তোমার পদতলে সঁপে দেই আমার
এ নষ্ট, অভিশপ্ত জীবন;
তোমার বিরুদ্ধাচারণের ধৃস্টতার জন্য
হই অতিশয় লজ্জিত ও অনুতপ্ত।
আজও তেমনি এক অনুতাপের রাত,
প্রার্থনার রাত; ফের নতজানু হয়ে
দাঁড়িয়েছি করজোড়ে, গুটিসুটি।
আমায় ক্ষমা কর প্রভু, ক্ষমা কর
আমি এক নগণ্য ক্রীতদাস তোমার।
জীর্ণ ক্লিষ্ট রিক্ত প্রাণের আর্তি নিয়ে
আবার তোমার কাছেই ফিরে আসি
তোমার পদতলে সঁপে দেই আমার
এ নষ্ট, অভিশপ্ত জীবন;
তোমার বিরুদ্ধাচারণের ধৃস্টতার জন্য
হই অতিশয় লজ্জিত ও অনুতপ্ত।
আজও তেমনি এক অনুতাপের রাত,
প্রার্থনার রাত; ফের নতজানু হয়ে
দাঁড়িয়েছি করজোড়ে, গুটিসুটি।
আমায় ক্ষমা কর প্রভু, ক্ষমা কর
আমি এক নগণ্য ক্রীতদাস তোমার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিপ্লব চাকমা ১২/০৭/২০১৭দারুণ। অসাধরন লাগলো আমার কাছে। প্রিয়তে রেখে দিলাম।
-
Tanju H ১০/০৭/২০১৭অসাধারন।
-
সাঁঝের তারা ০৮/০৭/২০১৭ভালো
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৮/০৭/২০১৭ভালো। শুভেচ্ছা।
-
আব্দুল হক ০৭/০৭/২০১৭সুন্দর লিখার জন্য ধন্যবাদ!