ক্রিস্টিকে নিয়ে লেখা কবিতা
এক.
আকাশে তারার মিছিল
মেঘের আড়ালে চাঁদের
লুকোচুরি খেলা
বাতাশে ফুলের সুঘ্রাণ অপার
ক্রিস্টি এখন হেমন্ত
তাই বাতাস মৃদুমন্দ
রোদ্দুরে তেজ নেই আগের মতো
জোৎস্নার নীল আলোভরা
সন্ধ্যাগুলো বড় মনোরম
ক্রিস্টি তোমাকে মনে পড়ছে
ইচ্ছে করছে এক ছুটে চলে যাই
তোমার কাছে
এমনই হেমন্তদিনে তুমি এসেছিলে
আমার জীবনে
এমনই কোনও নীল সন্ধ্যায়
এমনই মদির ফল্গুধারায়
ক্রিস্টি তুমি আবার ফিরে আস
আবার ফুলে ফুলে ভরিয়ে দাও
আমার হৃদয়
তোমার পবিত্র ভালবাসায়
আকাশে তারার মিছিল
মেঘের আড়ালে চাঁদের
লুকোচুরি খেলা
বাতাশে ফুলের সুঘ্রাণ অপার
ক্রিস্টি এখন হেমন্ত
তাই বাতাস মৃদুমন্দ
রোদ্দুরে তেজ নেই আগের মতো
জোৎস্নার নীল আলোভরা
সন্ধ্যাগুলো বড় মনোরম
ক্রিস্টি তোমাকে মনে পড়ছে
ইচ্ছে করছে এক ছুটে চলে যাই
তোমার কাছে
এমনই হেমন্তদিনে তুমি এসেছিলে
আমার জীবনে
এমনই কোনও নীল সন্ধ্যায়
এমনই মদির ফল্গুধারায়
ক্রিস্টি তুমি আবার ফিরে আস
আবার ফুলে ফুলে ভরিয়ে দাও
আমার হৃদয়
তোমার পবিত্র ভালবাসায়
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিপ্লব চাকমা ১৪/০৭/২০১৭
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৪/০৭/২০১৭ভালো।
-
মোনালিসা ০৪/০৭/২০১৭সুন্দর
-
Tanju H ০৪/০৭/২০১৭অসাধারন।
এসো ফিরে
মনে পড়ে
কেন দূরে
রবে সরে।
বেশ ভাবুক হয়ে গেলাম। সুন্দর, সুন্দর। কবি।