কমরেড ফেরে না
ঘরে চাল ডাল তেল নুন নাই
পান্ডুর দয়িতার মুখ
অভুক্ত শিশুর ক্রন্দন
অভাবের তীক্ষ্ণ ভ্রুকুটি
জানালা গলে পালিয়ে
যাওয়া প্রেম ও স্বপ্ন
এভাবে হয় না হতে পারে না
আস্তাকুড়ে ছুঁড়ে ফেলে দিয়ে
মুক্তির লিফলেট
কমরেড মিছিলের ভীর ঠেলে
চুপিচুপি সন্তর্পণে চলে যায়
আরেক সড়কে
সে আর ফেরে না
কোনদিন ফেরে না
পান্ডুর দয়িতার মুখ
অভুক্ত শিশুর ক্রন্দন
অভাবের তীক্ষ্ণ ভ্রুকুটি
জানালা গলে পালিয়ে
যাওয়া প্রেম ও স্বপ্ন
এভাবে হয় না হতে পারে না
আস্তাকুড়ে ছুঁড়ে ফেলে দিয়ে
মুক্তির লিফলেট
কমরেড মিছিলের ভীর ঠেলে
চুপিচুপি সন্তর্পণে চলে যায়
আরেক সড়কে
সে আর ফেরে না
কোনদিন ফেরে না
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিপ্লব চাকমা ১২/০৭/২০১৭কমরেড শব্দটি আমাকে বেশ টানে। কমরেডের চলে যাওয়া কিংবা ফিরে না আসায় কারণ নিশ্চয় আছে। বাস্তবতার বেশ রেশ উপভোগ করলাম। শুভেচ্ছা সব সময়।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৪/০৭/২০১৭বাস্তব।
-
Tanju H ০৩/০৭/২০১৭অসাধারন।কবি শুভেচ্ছা নিবেন।
-
আরিফুল ইসলাম ০৩/০৭/২০১৭অসাধারণ!!!!!!!!!!!!
-
সাঁঝের তারা ০৩/০৭/২০১৭অনেক ভাল