তোমার মনের গোপন কথাটি
তোমার মনের গোপন কথাটি সখী
তুমি লুকিয়ে রেখ না আর,
ফিরিয়ে নিয়ো না লজ্জাবনত মুখ
ওই দুটি চোখে স্বপ্ন দুর্নিবার।
ফিরিয়ে দিয়ো না কিশোরের ভালবাসা
আবির মাখা সে রঙিন স্বপ্নগুলো,
হেলা ফেলা করে বেলা যে অস্তগামী
নীরবতা ভেঙে এবার কিছু তো বলো।
তুমি লুকিয়ে রেখ না আর,
ফিরিয়ে নিয়ো না লজ্জাবনত মুখ
ওই দুটি চোখে স্বপ্ন দুর্নিবার।
ফিরিয়ে দিয়ো না কিশোরের ভালবাসা
আবির মাখা সে রঙিন স্বপ্নগুলো,
হেলা ফেলা করে বেলা যে অস্তগামী
নীরবতা ভেঙে এবার কিছু তো বলো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
খায়রুল আহসান ০৩/০৭/২০১৭সখীর মুখ থেকে 'কিছু একটা' শোনার এই অদম্য ইচ্ছের কথা কবিতায় জানতে পেরে ভাল লাগলো।
-
সাইয়িদ রফিকুল হক ০৩/০৭/২০১৭বেশ!
-
Abdullah Al Mamun ০৩/০৭/২০১৭Onek Sundor
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৩/০৭/২০১৭ভালো।
-
দ্বীপ সরকার ০৩/০৭/২০১৭সেরাম
-
রাখাল বালক ০৩/০৭/২০১৭খুবই ভাল লাগলো হে কবি
-
দীননাথ মাইতি ০৩/০৭/২০১৭Nice
-
সাঁঝের তারা ০৩/০৭/২০১৭সুন্দর