অপেক্ষা
রুমা আমি কি আরও কিছুক্ষণ বসবো
নাকি চলে যাব
একটু পর-ই বন্ধ হয়ে যাবে
তোমাদের ক্যাফে
দশটা বাজতে আর মাত্র
ত্রিশ মিনিট বাকি
যদি কিছু বলার থাকে
তবে তা নিঃসঙ্কোচে বলে ফেল
কিংবা চুপিচুপি একটি
নোট রেখে যাও টেবিলে
আর মাত্র দশ মিনিট তোমার হাতে
রুমা আমি চলে যাবো
হয়তো আর আসবো না
হয়তো আর কখনও দেখা হবে না
রুমা এখনই সময়
যদি কিছু বলার থাকে
তবে তা নিঃসঙ্কোচে জানাও আমাকে
কাছে এসে ফিসফিস করে বলো
কিংবা একটি নোট রেখে যাও টেবিলে
আর মাত্র পাঁচ মিনিট তোমার হাতে
#
নাকি চলে যাব
একটু পর-ই বন্ধ হয়ে যাবে
তোমাদের ক্যাফে
দশটা বাজতে আর মাত্র
ত্রিশ মিনিট বাকি
যদি কিছু বলার থাকে
তবে তা নিঃসঙ্কোচে বলে ফেল
কিংবা চুপিচুপি একটি
নোট রেখে যাও টেবিলে
আর মাত্র দশ মিনিট তোমার হাতে
রুমা আমি চলে যাবো
হয়তো আর আসবো না
হয়তো আর কখনও দেখা হবে না
রুমা এখনই সময়
যদি কিছু বলার থাকে
তবে তা নিঃসঙ্কোচে জানাও আমাকে
কাছে এসে ফিসফিস করে বলো
কিংবা একটি নোট রেখে যাও টেবিলে
আর মাত্র পাঁচ মিনিট তোমার হাতে
#
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিপ্লব চাকমা ১৬/০৭/২০১৭মূল কবিকে জিজ্ঞেস না করে চরিত্র দুটিকে দেখছিলাম কারা হতে পারে? বের করতে পারলামনা বলে দুঃখিত। তবে এমন মনে হলো যেন আমি নিজেই বলছি কোন বারটেন্ডারের মেয়েকে।............বেশ ভাবিয়েছে কবি। হঠাৎ করে বয়স কম মনে হলো।
-
Abdullah Al Mamun ৩০/০৬/২০১৭Onek Sundor
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৯/০৬/২০১৭বেশ ভালো।
-
সাঁঝের তারা ২৮/০৬/২০১৭ভাল ভাবনা