www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কবির কন্যা কবিতা

অদ্ভুত কবিতা


আমি এক কবিতা লিখবো
           শুধু সময় গুনছি,
আশা করছি অদ্ভুত এক কবিতায়
         ফুল,পাখি,প্রজাপতি
প্রেমিকের ভালবাসা,অশ্রু আর বেদনায় ।
           নুয়ে নুয়ে পড়া
  জীবনের সাজানো রঙ্গমঞ্চ নয় ।
   এক সঙ্গে সূর্য এবং চন্দ্রগ্রহন,
ঝড়,বন্যা,বজ্র,ভুমিকম্প,অগ্ন্যুৎপাত ।
 এক সঙ্গে জীবন আর মৃত্যুর লীলা
   তারপর সময়ে সময়ে সংঘর্ষণ ।
   ঠিক চকমকি পাথরের মত
    তাতেই জ্বলে ওঠা আগুন ।
 পুড়িয়ে সব ছারখার করে দেবে
  কবিতার সমাপ্তি সেখানেই ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০১৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০৬/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast