কবির কন্যা কবিতা
অদ্ভুত কবিতা
আমি এক কবিতা লিখবো
শুধু সময় গুনছি,
আশা করছি অদ্ভুত এক কবিতায়
ফুল,পাখি,প্রজাপতি
প্রেমিকের ভালবাসা,অশ্রু আর বেদনায় ।
নুয়ে নুয়ে পড়া
জীবনের সাজানো রঙ্গমঞ্চ নয় ।
এক সঙ্গে সূর্য এবং চন্দ্রগ্রহন,
ঝড়,বন্যা,বজ্র,ভুমিকম্প,অগ্ন্যুৎপাত ।
এক সঙ্গে জীবন আর মৃত্যুর লীলা
তারপর সময়ে সময়ে সংঘর্ষণ ।
ঠিক চকমকি পাথরের মত
তাতেই জ্বলে ওঠা আগুন ।
পুড়িয়ে সব ছারখার করে দেবে
কবিতার সমাপ্তি সেখানেই ।
আমি এক কবিতা লিখবো
শুধু সময় গুনছি,
আশা করছি অদ্ভুত এক কবিতায়
ফুল,পাখি,প্রজাপতি
প্রেমিকের ভালবাসা,অশ্রু আর বেদনায় ।
নুয়ে নুয়ে পড়া
জীবনের সাজানো রঙ্গমঞ্চ নয় ।
এক সঙ্গে সূর্য এবং চন্দ্রগ্রহন,
ঝড়,বন্যা,বজ্র,ভুমিকম্প,অগ্ন্যুৎপাত ।
এক সঙ্গে জীবন আর মৃত্যুর লীলা
তারপর সময়ে সময়ে সংঘর্ষণ ।
ঠিক চকমকি পাথরের মত
তাতেই জ্বলে ওঠা আগুন ।
পুড়িয়ে সব ছারখার করে দেবে
কবিতার সমাপ্তি সেখানেই ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আনিসা নাসরীন ০৮/০৮/২০১৬সুন্দর কবিতা
-
দেবজ্যোতিকাজল ২০/০৬/২০১৬ভাল লিখেছ
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ২০/০৬/২০১৬Darunn @ kobita
-
অঙ্কুর মজুমদার ২০/০৬/২০১৬vlo
-
নাবিক ১৯/০৬/২০১৬দারুণ