সেবার ক্লাসে আমাদের ফ্রেন্ড দেরি করে এল।
স্যার রেগে গিয়ে প্রশ্ন করলেন, “তুমি দেরিতে এসেছ কেন?”
বন্ধু উত্তর দিলো, “ভাইয়া আর ভাবী বাসায় ঝগড়া করছিলেন।”
স্যার বললেন, “তো? তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে না দেখে ক্লাসে চলে আসতা। এই ঘটনার সাথে তোমার দেরিতে আসার সম্পর্ক কী?”
বন্ধু মাথা চুলকে বললো, “না মানে স্যার, আমার একটা জুতা ভাবীর হাতে ছিলো তো, এজন্য...”
বন্ধু উত্তর দিলো, “ভাইয়া আর ভাবী বাসায় ঝগড়া করছিলেন।”
স্যার বললেন, “তো? তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে না দেখে ক্লাসে চলে আসতা। এই ঘটনার সাথে তোমার দেরিতে আসার সম্পর্ক কী?”
বন্ধু মাথা চুলকে বললো, “না মানে স্যার, আমার একটা জুতা ভাবীর হাতে ছিলো তো, এজন্য...”
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তরুণ কান্তি ২১/০৬/২০১৮চমৎকার!
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৭/০৫/২০১৮বাহ!
-
মোঃ হারুন-অর-রশীদ ২৮/০৩/২০১৮অসাধারণ আইডিয়া। শুভেচ্ছা জানবেন।
-
কাজী জহির উদ্দিন তিতাস ১৯/০৩/২০১৮মজা পাইলাম।
-
মোঃ হারুন-অর-রশীদ ০৭/০৩/২০১৮চমৎকার।
-
নুরনবী সরকার ২২/০২/২০১৮বড্ড হাসি পাইলো!
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ১৭/০২/২০১৮হাহাহাহা
-
Mahbubur Rahman ০৩/০২/২০১৮না
-
ইমরান খাঁন সুজল ০৬/০১/২০১৮হা হা হা।
-
আব্দুল হক ২১/১২/২০১৭আমাদের সব সময় একটি কারণ দশানো অভ্যাসে পরিণত হয়েছে। আসলে যারা ক্লাসে দেরীতে আসে তারা তার বন্ধুদের ক্ষতি করে, দেরীতে আসার জন্য। এটি কেউ অপরাধ মনে করেনা। তাই এ ধরেনর কৌতুকও লিখা যেতে পারে। আসলে জাতীয় স্বার্থে, এসব ট্রেডিশন বদলানো উচিত।