স্বাধীনতার জন্য
মুক্ত বাতাস আনতে খোকা
ঘর ছেড়েছে সেই যে
সেই থেকে রোজ খুঁজেই মরি
খোকন কোথাও নেই রে
খোকন সোনা আর আসে না
দুধ খায় না বাটিতে
খোকন আমার ঘুমিয়ে আছে
রক্তভেজা মাটিতে
আনলো কিনে স্বাধীনতা
ফিরলো না নিজে
মনটা শুধু তারে খোঁজে
চোখের জলে ভিজে
ঘর ছেড়েছে সেই যে
সেই থেকে রোজ খুঁজেই মরি
খোকন কোথাও নেই রে
খোকন সোনা আর আসে না
দুধ খায় না বাটিতে
খোকন আমার ঘুমিয়ে আছে
রক্তভেজা মাটিতে
আনলো কিনে স্বাধীনতা
ফিরলো না নিজে
মনটা শুধু তারে খোঁজে
চোখের জলে ভিজে
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অভিষেক মান্না ১৪/১২/২০১৭khub valo
-
সেক আশাদুল্লা আলী ১৪/১২/২০১৭অসাধারন
-
কামরুজ্জামান সাদ ১৪/১২/২০১৭সুন্দর প্রকাশ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১৪/১২/২০১৭অপূর্ব । বেদনাও আছে সঙ্গী হয়ে ।
ধন্যবাদ অশেষ । -
মধু মঙ্গল সিনহা ১৪/১২/২০১৭মন ছুয়ে গেল।
-
লতিফা ইয়াসমিন (সুইটি) ১৪/১২/২০১৭অসাধারন কবি
-
সাঁঝের তারা ১৪/১২/২০১৭খুব ভালো