www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আত্মভোলা

সে আমায়, শত উপমায়
বারবার সাজায়
শুধুই তার খেয়ালে,
অবুঝ আমিও সং সাজি
নিজেকে ভুলে।
ভুলে যাই -
আমি ঝড়ে ভাঙা ডাল
বেঁচে আছি ঝুলে ঝুলে,
হয়ত পলকেই নিষ্প্রাণ
দমকা হাওয়া এলে।
তার ডাকে চোখ মেলি
সবকিছুই রঙিন,
বেঁচে থাকার সাধ জাগে
সুখে অন্তহীন।
ভুলেই যাই-
আমি ভেসে যাওয়া তরী,
কেউ পাশে আসবে
যদি কূলে ফিরি।
তাকে আর দোষ দেবো কী?
আমিই চিরদোষী।
কেন তাকে ফিরিয়ে দিয়ে
নিজেই ফিরে আসি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৯৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/০৫/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast