www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অন্তর্দহন

আমি একাকি
মহাকালের অতৃপ্ত পথ ধরে,
অপ্রাপ্তি, শূণ্যতা,ব্যর্থতা দুরে ঠেলে
হতাশা, যন্ত্রণা আর রুক্ষ হৃদয় নিয়ে
বিশ্রান্ত পথিক।
পথের বাঁকে তোর দর্শন;
মুছে ফেলে হৃদয়ের সব বিষাদের ছাপ,
কলঙ্কের কালিমা,
সপে দিলাম নিজেকে।
তোর ভালোবাসায় ভরে নিলাম
হৃদয়ের শূণ্য গহ্বর,
হাতে হাত রেখে পাড়ি দিলাম
বিষাদি প্রান্তর।
তবুও অন্তর্দহন,
হিংস্র থাবায় এ পথেরই কোনো বাঁকে
হারানোর ভয়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১০২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০৩/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast