অন্তর্দহন
আমি একাকি
মহাকালের অতৃপ্ত পথ ধরে,
অপ্রাপ্তি, শূণ্যতা,ব্যর্থতা দুরে ঠেলে
হতাশা, যন্ত্রণা আর রুক্ষ হৃদয় নিয়ে
বিশ্রান্ত পথিক।
পথের বাঁকে তোর দর্শন;
মুছে ফেলে হৃদয়ের সব বিষাদের ছাপ,
কলঙ্কের কালিমা,
সপে দিলাম নিজেকে।
তোর ভালোবাসায় ভরে নিলাম
হৃদয়ের শূণ্য গহ্বর,
হাতে হাত রেখে পাড়ি দিলাম
বিষাদি প্রান্তর।
তবুও অন্তর্দহন,
হিংস্র থাবায় এ পথেরই কোনো বাঁকে
হারানোর ভয়।
মহাকালের অতৃপ্ত পথ ধরে,
অপ্রাপ্তি, শূণ্যতা,ব্যর্থতা দুরে ঠেলে
হতাশা, যন্ত্রণা আর রুক্ষ হৃদয় নিয়ে
বিশ্রান্ত পথিক।
পথের বাঁকে তোর দর্শন;
মুছে ফেলে হৃদয়ের সব বিষাদের ছাপ,
কলঙ্কের কালিমা,
সপে দিলাম নিজেকে।
তোর ভালোবাসায় ভরে নিলাম
হৃদয়ের শূণ্য গহ্বর,
হাতে হাত রেখে পাড়ি দিলাম
বিষাদি প্রান্তর।
তবুও অন্তর্দহন,
হিংস্র থাবায় এ পথেরই কোনো বাঁকে
হারানোর ভয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুশান্ত সরকার ০১/০৫/২০১৮অনেক সুন্দর লিখেছেন কবি।
-
কামরুজ্জামান সাদ ১৩/০৩/২০১৮অনেক গুছানো লেখা।বানানের দিকে একটু নজর দিবেন প্রিয়।ভাল লেগেছে।
-
সুজয় সরকার ১১/০৩/২০১৮সুন্দর কবিতা। তবে কিছু সংশোধন প্রয়োজন, যেমন-যন্ত্রণা আ কারহীন,রুক্ষ এবং পাড়ি হল ঠিক বানান।
-
রেজাউল রেজা (নীরব কবি) ১০/০৩/২০১৮দহন লাগল মনে,
বুঝবে কোন জনে!! -
আনাস খান ১০/০৩/২০১৮different love
-
জসিম মাহমুদ ১০/০৩/২০১৮ভালো
-
সৌমেন সেন ১০/০৩/২০১৮ধন্যবাদ প্রিয় কবিবন্ধু।
শুভেচ্ছা রইল অনাগত আগামীর।আমার ক্ষুদ্র পাতায় ঘুরে আসার আমন্ত্রণ জানাচ্ছি প্রিয়।