অভিমানে ভালোবাসা বাড়ে
ভালোবাসার পূর্ণতায় কিনবা উপাদানে অভিমান
অভিমানে ভালোবাসা বাড়ে।
দূরে যাওয়ার, ভুলে যাওয়ার ভয়
হৃদয়কে আরো কাছে টানে।
অভিমানে হৃদয়ে জমানো ধূলো,
হৃদয় পথেই শোভা আনে।
মনের আকাশে স্মৃতিরা
মেঘ হয়ে ভীড় করে,
অঝরে ঝরে বর্ষণে।
শীতল করে অভিমানের অনলে জ্বলন্ত হৃদয়।
হৃদয়ে উপলব্ধি জাগে,
কতোটা.... ভালোবাসি।
অভিমানে ভালোবাসা বাড়ে।
দূরে যাওয়ার, ভুলে যাওয়ার ভয়
হৃদয়কে আরো কাছে টানে।
অভিমানে হৃদয়ে জমানো ধূলো,
হৃদয় পথেই শোভা আনে।
মনের আকাশে স্মৃতিরা
মেঘ হয়ে ভীড় করে,
অঝরে ঝরে বর্ষণে।
শীতল করে অভিমানের অনলে জ্বলন্ত হৃদয়।
হৃদয়ে উপলব্ধি জাগে,
কতোটা.... ভালোবাসি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সৌমেন সেন ১০/০৩/২০১৮
-
মোঃ তপু রায়হান ২২/০২/২০১৮লেগে থাকুন অভিমান ছেড়ে যাবে।
-
নুরনবী সরকার ২২/০২/২০১৮সুন্দর লিখেছেন। ভালো লাগল। ধন্যবাদ।
-
মোঃ ফাহাদ আলী ২১/০২/২০১৮ভালো লাগল প্রিয় কবি।
-
কামরুজ্জামান সাদ ২১/০২/২০১৮সুন্দর
ধন্যবাদ প্রিয় কবিবন্ধু।
শুভেচ্ছা রইল অনাগত আগামীর।