জীবন ও স্বপ্ন
জীবন যেখানে
স্বপ্ন আচ্ছাদনে গতিময়,
স্বপ্ন সেখানে
জীবনের কাছেই ঋণী।
সুখ মানে যদি স্বপ্ন হয়,
জীবন মানে সুখের আশ্রয়,
স্বপ্ন গড়া,স্বপ্ন ভাঙা
জীবনেরই পরিনয়।
জীবন তাই বহমান,
কখনো কি থেমে রয়?
স্বপ্ন জীবনের প্রেরণায়,
আর জীবন স্বপ্নের আরাধনায়।
স্বপ্নে বিভোর জীবন,
আলো আঁধারের অভিনয়।
স্বপ্ন আচ্ছাদনে গতিময়,
স্বপ্ন সেখানে
জীবনের কাছেই ঋণী।
সুখ মানে যদি স্বপ্ন হয়,
জীবন মানে সুখের আশ্রয়,
স্বপ্ন গড়া,স্বপ্ন ভাঙা
জীবনেরই পরিনয়।
জীবন তাই বহমান,
কখনো কি থেমে রয়?
স্বপ্ন জীবনের প্রেরণায়,
আর জীবন স্বপ্নের আরাধনায়।
স্বপ্নে বিভোর জীবন,
আলো আঁধারের অভিনয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রেজাউল রেজা (নীরব কবি) ১২/০২/২০১৮ভাল লাগল।
-
মধু মঙ্গল সিনহা ১২/০২/২০১৮বেশ ভালো লাগলো,ভাল হয়েছে।
-
কষ্টের ফেরিওলা ১২/০২/২০১৮বাহ দারুন লিখেছেন তো 👌👌