অনন্যা
মনের ফ্রেমে যার ছবি আঁকা,
যার নামে ধরেছি জীবন বাজী,
সে যে আমার স্বপ্ন,আমার আশা।
যার বিরহে কাটে নীল দুপুর
তার হাসিতেই হাসি আমি
তার কষ্টে সুখেরা ম্লান
হৃদয়ে সে যে দিয়েছে আঁচ
সে বিহনে আসে কি ঘুম?
এ ভালোবাসা যায় না যে মাপা।
যার নামে ধরেছি জীবন বাজী,
সে যে আমার স্বপ্ন,আমার আশা।
যার বিরহে কাটে নীল দুপুর
তার হাসিতেই হাসি আমি
তার কষ্টে সুখেরা ম্লান
হৃদয়ে সে যে দিয়েছে আঁচ
সে বিহনে আসে কি ঘুম?
এ ভালোবাসা যায় না যে মাপা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ২৮/০১/২০১৮অপূর্ব ...
-
মারুফা তামান্না ২৮/০১/২০১৮বেশ ভাল
-
রাশেদ খাঁন ২৮/০১/২০১৮সত্যি!