সুনয়না
কাজল কালো ঐ হরিণি নয়না
জীবনভরও যদি করি বন্দনা,
শাহজাদির নয়নের হয় না'ক তুলনা।
রজনী হারায় কালো যে হাসিতে
মিনতি,রেখো ধরে, তা ও ঠোঁটেতে।
নজরে যে মায়ার আগুন
চঞ্চলা মন, যদি হয় খুন,
মরে করো ক্ষমা, ওগো সুনয়না
পারব না তব ও হাসি ভুলিতে।
জীবনভরও যদি করি বন্দনা,
শাহজাদির নয়নের হয় না'ক তুলনা।
রজনী হারায় কালো যে হাসিতে
মিনতি,রেখো ধরে, তা ও ঠোঁটেতে।
নজরে যে মায়ার আগুন
চঞ্চলা মন, যদি হয় খুন,
মরে করো ক্ষমা, ওগো সুনয়না
পারব না তব ও হাসি ভুলিতে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ফাহাদ আলী ২২/০১/২০১৮আপনার সুনয়না আমার হৃদয়ে জেগে উঠেছে প্রিয় কবি।
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২২/০১/২০১৮ভাল । আরো ভাল হোক ।
-
তাবেরী ২২/০১/২০১৮অসাধারণ।
-
আব্দুল হক ২১/০১/২০১৮সুন্দর , ধন্যবাদ!!
-
শেখ ফাহিম ২১/০১/২০১৮আহা সুনয়না