সময়ের ব্যবধানে-২
অথচ সেদিনও আমি থেকে আমরা
বন্ধুত্বের ভারে হৃদয়টা বেসামাল,
সময়ের ব্যবধানে দূরত্বের দেয়াল।
স্মৃতির অ্যালবামে বন্দি কিছু মুখচ্ছবি
গত থেকে আজ, তারপরই আগামী।
তবুও কিছুক্ষণ যেন এক মহাকাল;
চোখ বুজেও ছুঁয়ে যাওয়া সে ছবি।
কিছু স্মৃতি হাসায়, আর কিছু কাঁদায়
তবুও জীবন ছুটে চলে নিরবধি।
যদি একটি বার ফিরে পেতাম সেই দিনগুলো
শুধরে নিতাম সব ভুল,
বন্ধুরা আজও এই ক্লান্ত হৃদয়
তোদের তরেই ব্যাকুল।
বন্ধুত্বের ভারে হৃদয়টা বেসামাল,
সময়ের ব্যবধানে দূরত্বের দেয়াল।
স্মৃতির অ্যালবামে বন্দি কিছু মুখচ্ছবি
গত থেকে আজ, তারপরই আগামী।
তবুও কিছুক্ষণ যেন এক মহাকাল;
চোখ বুজেও ছুঁয়ে যাওয়া সে ছবি।
কিছু স্মৃতি হাসায়, আর কিছু কাঁদায়
তবুও জীবন ছুটে চলে নিরবধি।
যদি একটি বার ফিরে পেতাম সেই দিনগুলো
শুধরে নিতাম সব ভুল,
বন্ধুরা আজও এই ক্লান্ত হৃদয়
তোদের তরেই ব্যাকুল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পি পি আলী আকবর ০৪/০১/২০১৮ভালো লাগলো
-
কে. পাল ০৪/০১/২০১৮ভালো
-
মধু মঙ্গল সিনহা ০৪/০১/২০১৮ভালো লাগলো।
-
সাঁঝের তারা ০৩/০১/২০১৮ভাল