কালো অধ্যায়
সেই দিনগুলো কতো অসহ্য;
স্বপ্নের পিছু ছুটতে ছুটতে ক্লান্তিতে নিজেকে
সমর্পিত,
জীবিত এই আমার মাঝেই মৃত লাশের গন্ধ।
কী যে অতৃপ্ততায় অন্ধ গলিতে হাঁটা!
সুখপাখিটা বন্দি খাঁচায় অসহায়,
তার আর্ত চিৎকারে ঘৃণার ভালোবাসা।
জীবনের গতরে পঁচা কাদামাটি,
মরু হৃদয়ে তীব্র পিপাসা,
এক পশলা বৃষ্টির প্রতীক্ষা
স্বপ্নগুলো মুমূর্ষু তবুও বাঁচার আশা।
হঠাৎ বৃষ্টি এলো অঝর ধারায়,
সব কলঙ্ক ধুয়ে দিলো আলতো ছোঁয়ায়,
জীবনে ফিরে এলো ছন্দ
হৃদয়ে পূর্ণতার ভালোবাসা;
যে ভালোবাসার প্রতীক্ষায় কাটানো এতটা বসন্ত
সেই দিনগুলো ছিল কতো অসহ্য।।।
স্বপ্নের পিছু ছুটতে ছুটতে ক্লান্তিতে নিজেকে
সমর্পিত,
জীবিত এই আমার মাঝেই মৃত লাশের গন্ধ।
কী যে অতৃপ্ততায় অন্ধ গলিতে হাঁটা!
সুখপাখিটা বন্দি খাঁচায় অসহায়,
তার আর্ত চিৎকারে ঘৃণার ভালোবাসা।
জীবনের গতরে পঁচা কাদামাটি,
মরু হৃদয়ে তীব্র পিপাসা,
এক পশলা বৃষ্টির প্রতীক্ষা
স্বপ্নগুলো মুমূর্ষু তবুও বাঁচার আশা।
হঠাৎ বৃষ্টি এলো অঝর ধারায়,
সব কলঙ্ক ধুয়ে দিলো আলতো ছোঁয়ায়,
জীবনে ফিরে এলো ছন্দ
হৃদয়ে পূর্ণতার ভালোবাসা;
যে ভালোবাসার প্রতীক্ষায় কাটানো এতটা বসন্ত
সেই দিনগুলো ছিল কতো অসহ্য।।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ০৪/০১/২০১৮খুব ভালো লাগলো।
-
সাঁঝের তারা ০৩/০১/২০১৮বেশ
-
এন আই পারভেজ ০৩/০১/২০১৮ভাল।
-
কামরুজ্জামান সাদ ০২/০১/২০১৮সুন্দর লেখা।