আয়নাঘর
হয়তো আমারই ভুল ছিল,
হয়তো আমিই দোষী,
হয়তো তুমি সাড়া দিয়েছিলে ,
নয়ত তোমার হাসি।
হয়তো ভালবাসি বলেছিল তোমার চোখ
হয়তো বা বলেছিল খোঁপার ফুল,
হয়তো কিছুই বলেনি,
হয়তো ছিল আমারি ভুল।
হয়তো তুমি ভুলে যাবে,
হয়তো পারবে যেতে দূরে
পারবো কি ভুলতে তোমায়?
পারবো কি যেতে সরে?
হয়তো তুমিই সুখি হবে,
নতুন স্বপ্ন দেখবে চোখে,
হব না হয় দুখি আমি,
স্মৃতি আগলে রেখে বুকে।
♥♥♥♥♥♥♥♥
হয়তো আমিই দোষী,
হয়তো তুমি সাড়া দিয়েছিলে ,
নয়ত তোমার হাসি।
হয়তো ভালবাসি বলেছিল তোমার চোখ
হয়তো বা বলেছিল খোঁপার ফুল,
হয়তো কিছুই বলেনি,
হয়তো ছিল আমারি ভুল।
হয়তো তুমি ভুলে যাবে,
হয়তো পারবে যেতে দূরে
পারবো কি ভুলতে তোমায়?
পারবো কি যেতে সরে?
হয়তো তুমিই সুখি হবে,
নতুন স্বপ্ন দেখবে চোখে,
হব না হয় দুখি আমি,
স্মৃতি আগলে রেখে বুকে।
♥♥♥♥♥♥♥♥
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ০১/০১/২০১৮ভাল লাগল।
-
সাঁঝের তারা ৩০/১২/২০১৭বেশ
-
কে. পাল ৩০/১২/২০১৭Sundor
-
মধু মঙ্গল সিনহা ৩০/১২/২০১৭ভালো লাগলো.