সুনীল বন্ধু
সুনীল বন্ধু;
তোর চিরায়িত সুখের নীড়ে ঠাঁই দিবি আমায়?
আমি এক ক্লান্ত পথিক,
পাড়ি দিয়েছি কতো বিষাদি প্রান্তর,
সহেছি কতো অযাচিত কষ্ট
ভেঙ্গেছে ক্ষণে ক্ষণে হৃদদর্পন।
আজ আমি ক্লান্ত,বড্ড... ক্লান্ত
স্বপ্ন দেখি না তাই অরচিত কাব্য।
পুরোনো কাব্যের মাঝেই সাজাতে চাই তোকে।
তোর বিলাসি জীবনে-
তিলোত্তমা নারী তুই, দিবি কি আমায় ঠাঁই??
হয়ত সব ব্যথা ভুলে,
হৃদয়ের সেই ক্ষত সেড়ে,
এ জীবন নেবে নতুন মোড়।
যাতে থাকবে না সেই সূদুর অতীত
আর মনবাসনার অপূর্ণ স্বাদ,
গ্লানি সব রয়ে যাবে মাঝে
অপঠিত কোনো অধ্যায় হয়ে।
এ ব্যথার উপশম হয়ে
তোর আচলে বাঁধবি নারী?
কঠিনের নীল চিরে,আশার পিদিম জ্বেলে
কী ভুল কার,কতটা ভুলের সমাহার
ফেলে আসা হতাশা,হাহাকার,অনুতাপ
দূমড়ে -মুচড়ে তুই দে আমায় ঠাঁই;
তোরই হৃদনীড়ে।
তোর চিরায়িত সুখের নীড়ে ঠাঁই দিবি আমায়?
আমি এক ক্লান্ত পথিক,
পাড়ি দিয়েছি কতো বিষাদি প্রান্তর,
সহেছি কতো অযাচিত কষ্ট
ভেঙ্গেছে ক্ষণে ক্ষণে হৃদদর্পন।
আজ আমি ক্লান্ত,বড্ড... ক্লান্ত
স্বপ্ন দেখি না তাই অরচিত কাব্য।
পুরোনো কাব্যের মাঝেই সাজাতে চাই তোকে।
তোর বিলাসি জীবনে-
তিলোত্তমা নারী তুই, দিবি কি আমায় ঠাঁই??
হয়ত সব ব্যথা ভুলে,
হৃদয়ের সেই ক্ষত সেড়ে,
এ জীবন নেবে নতুন মোড়।
যাতে থাকবে না সেই সূদুর অতীত
আর মনবাসনার অপূর্ণ স্বাদ,
গ্লানি সব রয়ে যাবে মাঝে
অপঠিত কোনো অধ্যায় হয়ে।
এ ব্যথার উপশম হয়ে
তোর আচলে বাঁধবি নারী?
কঠিনের নীল চিরে,আশার পিদিম জ্বেলে
কী ভুল কার,কতটা ভুলের সমাহার
ফেলে আসা হতাশা,হাহাকার,অনুতাপ
দূমড়ে -মুচড়ে তুই দে আমায় ঠাঁই;
তোরই হৃদনীড়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলম সারওয়ার ২৫/১২/২০১৭অসাধারণ লেখালেখির জন্য শুভেচ্ছা থাকল
-
মধু মঙ্গল সিনহা ১৯/১২/২০১৭খুব ভালো লেখা।