জীবন
জীবনটা এক নাট্যশালা
করছি সবাই অভিনয়,
এই বেলাতে নয় কে ছয়
ওই বেলাতে ছয় কে নয়।।।
একটা মিথ্যা আড়াল করতে
হাজার মিথ্যার জনম হয়
একটা জীবন এলোমেলো
হৃদ গহীনে মহাপ্রলয়।।।
তীর বিঁধেছে হৃদ মাঝারে
তবুও তারে হাসতে হয়
হৃদয়টারে কফিনে পুড়ে
দেহটারে বাঁচতে হয়।।।
অচল মনে সচল থেকে
হেরে গিয়েও জিততে হয়
জীবনটা এক নাট্যশালা
করছি সবাই অভিনয়।।।
করছি সবাই অভিনয়,
এই বেলাতে নয় কে ছয়
ওই বেলাতে ছয় কে নয়।।।
একটা মিথ্যা আড়াল করতে
হাজার মিথ্যার জনম হয়
একটা জীবন এলোমেলো
হৃদ গহীনে মহাপ্রলয়।।।
তীর বিঁধেছে হৃদ মাঝারে
তবুও তারে হাসতে হয়
হৃদয়টারে কফিনে পুড়ে
দেহটারে বাঁচতে হয়।।।
অচল মনে সচল থেকে
হেরে গিয়েও জিততে হয়
জীবনটা এক নাট্যশালা
করছি সবাই অভিনয়।।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ১৯/১২/২০১৭বাহ বেশ সুন্দর।
-
সাইয়িদ রফিকুল হক ১৮/১২/২০১৭সত্য বলেছেন।
-
মোঃ হাবিজুল মিয়া ১৮/১২/২০১৭ভাল লাগছে