সময়ের ব্যবধানে
সেই এক ঝাঁক পায়রা,
যারা এক মনে উড়ত শূন্যে
আজ সেই ঝাঁক হয়েছে অশক্ত,
ধীরে ধীরে বাড়ছে ফাঁক।
যে পায়রারা ছিল অবদ্ধ,
ছুটে চলত আনমনা;
প্রথম প্রহর,মধ্যাহ্ন গোধূলি,কিনবা নিশীথ।
আজ তাদের সসীম গন্ডি,
ওড়ে যে যার মনাকাশে।
কেউ ছুটছে তার স্বপ্নীল লক্ষ্যে,
কেউবা আজ পথাভোলা,
কেউ বেধেঁছে জুগল নীড়,
কারো ডানা অসাঢ় সহসা ঝড়ে।
তবুও পায়রারা এক আকাশে,
মাঝে মাঝে মেলে স্মৃতির টানে,
ভুলে গিয়ে আপন সত্তা,
হয়ে যায় একাকার,
আনন্দ,উল্লাস,কিছুটা অভিমানে।
সেই এক ঝাঁক
বন্ধুরা,কেমন আছিস তোরা??
যারা এক মনে উড়ত শূন্যে
আজ সেই ঝাঁক হয়েছে অশক্ত,
ধীরে ধীরে বাড়ছে ফাঁক।
যে পায়রারা ছিল অবদ্ধ,
ছুটে চলত আনমনা;
প্রথম প্রহর,মধ্যাহ্ন গোধূলি,কিনবা নিশীথ।
আজ তাদের সসীম গন্ডি,
ওড়ে যে যার মনাকাশে।
কেউ ছুটছে তার স্বপ্নীল লক্ষ্যে,
কেউবা আজ পথাভোলা,
কেউ বেধেঁছে জুগল নীড়,
কারো ডানা অসাঢ় সহসা ঝড়ে।
তবুও পায়রারা এক আকাশে,
মাঝে মাঝে মেলে স্মৃতির টানে,
ভুলে গিয়ে আপন সত্তা,
হয়ে যায় একাকার,
আনন্দ,উল্লাস,কিছুটা অভিমানে।
সেই এক ঝাঁক
বন্ধুরা,কেমন আছিস তোরা??
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ১৮/১২/২০১৭সুন্দর লেখা...
-
আলম সারওয়ার ১৭/১২/২০১৭ভালো লাগে আমার শুভেচ্ছা থাকল প্রিয় কবিকে
-
মধু মঙ্গল সিনহা ১৭/১২/২০১৭খুব সুন্দর উপহার...