দস্যু ছেলে
আচ্ছাগো মা, সবাই আমায় দস্যু কেন বলে,
কোথাও যদি জুলুম দেখি বুকে আগুন জ্বলে,
মাথাটা মোর বেজায় গরম আওয়াজ তখন তুলি,
সবাই বলে আমি নাকি উল্টো পথে চলি,
বলো গো মা,আমি কেনো সবার চোখের বালি।
এইতো সেদিন গলির ধারে খাচ্ছিলাম ঝালমুড়ি,
হঠাৎ মাগো শুনতে পেলাম বোনের আহাজারি,
চেয়ে দেখি এক বখাটে ওড়না ধরে টানে
দেখছে সবাই জট পাকিয়ে, যায়নি আওয়াজ কানে।
দৌড়ে গিয়ে কোমর জুড়ে বসিয়ে দিলাম লাঁথি,
বললো সবাই করলে বাছা নিজেই নিজের ক্ষতি।
বুঝবে ঠেলা, সে কার পোলা, নাই কি তোমার জানা
দলবল নিয়ে এবার এসে দেবে তোমায় হানা।
মাগো,তাদের বুঝি নাই কো জানা আমি কার ছেলে?
আমার বাবা দেশটা দিল, বুকের রক্ত ঢেলে।
দস্যু আমায় বললে বলুক তোমার তো মা জানা
তোমার ছেলে যায় নি ভুলে বাবা মুক্তিসেনা।
কোথাও যদি জুলুম দেখি বুকে আগুন জ্বলে,
মাথাটা মোর বেজায় গরম আওয়াজ তখন তুলি,
সবাই বলে আমি নাকি উল্টো পথে চলি,
বলো গো মা,আমি কেনো সবার চোখের বালি।
এইতো সেদিন গলির ধারে খাচ্ছিলাম ঝালমুড়ি,
হঠাৎ মাগো শুনতে পেলাম বোনের আহাজারি,
চেয়ে দেখি এক বখাটে ওড়না ধরে টানে
দেখছে সবাই জট পাকিয়ে, যায়নি আওয়াজ কানে।
দৌড়ে গিয়ে কোমর জুড়ে বসিয়ে দিলাম লাঁথি,
বললো সবাই করলে বাছা নিজেই নিজের ক্ষতি।
বুঝবে ঠেলা, সে কার পোলা, নাই কি তোমার জানা
দলবল নিয়ে এবার এসে দেবে তোমায় হানা।
মাগো,তাদের বুঝি নাই কো জানা আমি কার ছেলে?
আমার বাবা দেশটা দিল, বুকের রক্ত ঢেলে।
দস্যু আমায় বললে বলুক তোমার তো মা জানা
তোমার ছেলে যায় নি ভুলে বাবা মুক্তিসেনা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কাজী জুবেরী মোস্তাক ১৬/১২/২০১৭হৃদয়স্পর্শী লিখনী
-
আতিক নাজ হাসান ১৬/১২/২০১৭সুন্দর...
-
মোহাম্মদ কামরুল ইসলাম ১৬/১২/২০১৭অনন্য সত্য উপস্থাপন।
-
মধু মঙ্গল সিনহা ১৬/১২/২০১৭বেশ লাগলো কবি।