ভবের মায়া
এই ভবের রঙ্গমেলা
সাঙ্গ হবে একদিন,
ভবের মায়ায় বাতুলতায়
হারিয়ে যাচ্ছি সীমাহীন।
যখন ভুমিষ্ট হয়েছি ভবে
মায়ার বাঁধনে বেঁধেছি সবে,
শৈশব কৈশর কেটেছে ছলে
করেছি যৌবনে দর্প কৌশলে।
একটুও ভাবি নাই মনে
যাচ্ছে চলে দিন সঙ্গোপনে।
যতই হেলায় যাইবে দিন
দূরদৃষ্টি হবে ক্ষীণ,
সুন্দর কায় হবে ক্ষয়
বাজবেনা আর মনোবীন।
ভব মায়া সাঙ্গ হবে
প্রাণ পাখি উড়ে যাবে,
রক্তের বন্ধন যত ক্রন্দন
গগনে পবনে প্রকম্পিত হবে।
আছড়ে পড়বে ধরণীর উপর
সবাই হয়ে যাবে পর।
নির্বাক নিথর দেহ
রাখিতে চাইবেনা কেহ,
পঁচে গলে বিলীন হবে
শুধুই কর্ম রবে ভবে।
সাঙ্গ হবে একদিন,
ভবের মায়ায় বাতুলতায়
হারিয়ে যাচ্ছি সীমাহীন।
যখন ভুমিষ্ট হয়েছি ভবে
মায়ার বাঁধনে বেঁধেছি সবে,
শৈশব কৈশর কেটেছে ছলে
করেছি যৌবনে দর্প কৌশলে।
একটুও ভাবি নাই মনে
যাচ্ছে চলে দিন সঙ্গোপনে।
যতই হেলায় যাইবে দিন
দূরদৃষ্টি হবে ক্ষীণ,
সুন্দর কায় হবে ক্ষয়
বাজবেনা আর মনোবীন।
ভব মায়া সাঙ্গ হবে
প্রাণ পাখি উড়ে যাবে,
রক্তের বন্ধন যত ক্রন্দন
গগনে পবনে প্রকম্পিত হবে।
আছড়ে পড়বে ধরণীর উপর
সবাই হয়ে যাবে পর।
নির্বাক নিথর দেহ
রাখিতে চাইবেনা কেহ,
পঁচে গলে বিলীন হবে
শুধুই কর্ম রবে ভবে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আখলাক হুসাইন ২৮/০৯/২০১৮বৈরাগ্য
-
ডঃ নাসিদুল ইসলাম ২৭/০৯/২০১৮ভালো লাগলো
-
আব্দুল হক ২৬/০৯/২০১৮বেশ সুন্দর
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২৬/০৯/২০১৮বাস্তব উপলব্ধি!
-
রাকিব ইমতিয়াজ. ২৬/০৯/২০১৮বেশ