বুলড়োজারের নিছে মানবতা
সাহেব একটা রুটি হবে?
-পাঁচ টাকা দে
আমার কাছে টাকা নাই!
-কি আছে?
আজ্ঞে মানবতা সাহেব!
-ধুর শালা,ওই দ্যাখ মানবতা বুলড়োজারের নিছে পিষ্টে গেছে,যাহ্ বাগ।
সন্ধ্যে হলে ভাঙা মন আর লাল ফোলা চোখে বাড়ি ফেরে রবিউল।
-বাজান আমার কেক কই?আজ রাইতে আমরা খামু না,বাজার কই?
.বাজান কালকে আনুমনি যা ঘুমাই যাহ্।
-আচ্ছা তোমার বাজার কি কেউ কাইড়া নিছে
বাজান?চাউল আর তরকারি কই?আইজ নাহ মাছ
আনবার কথা আছিলো?
.কেউ না বাপ,প্রসাশন কাইরা লইছে।
-প্রসাশন কে বাজান?ও কি আমারে কাইল ভাত
দিবো?
.না বাজান। রাষ্ট্র তোর ভাত খাওয়ার অধিকার কাইড়া নিছে!
-রাস্ট্র কে বাজান?ওর কি তোমার থেইকা শক্তি
বেশি?তুমি ওর মাইর দাও নাই কেন?
.না বাজান ওর অনেক শক্তি,গরীবরা ওর সাথে পারেনা! কেঁদে ফেলে রবিউল।
-আব্বা তুমি কানতাছো কেন?আমি বড় হইলে ওই খানকির পুতের ট্যাঙ ভাইঙ্গা দিমু,এই রেস দিয়া ওর মাথা ফাঠামো।তুমি না কইছিলা বাজান একদিন আমি অনেক বড় হইমু আমার অনেক শক্তি হইবো?দেইখো বাজান রাষ্ট্র আমার সাথে পাইরবোনা।
এভাবেই বেড়ে ওঠে আমার দেশের একটা জনগোষ্ঠী।ছোট বেলা থেকেই ওরা শিখে রাষ্ট্র,প্রসাশন এক হায়েনার নাম।ওরা কি বড় হয়ে দেশপ্রেমিক হবে?রাষ্ট্রদ্রুহী,জঙ্গি হলে কি ওদের কোন দূষ থাকবে দেখিয়ে দেয়ার?ওরা কি সুখে অপরাধ করে?নিশ্চয় বাড়ি গাড়ির জন্য কেউ ছিনতাই করেনা!ওরা বাংলাদেশ নামক রাষ্ট্রে জন্মগ্রহণ করে ঠিকই তবে ওদের আরেকটা পরিচয় আছে ওরা গরীব,ওরা ছোটলোক।
ওরা রবিউল😞😭
-পাঁচ টাকা দে
আমার কাছে টাকা নাই!
-কি আছে?
আজ্ঞে মানবতা সাহেব!
-ধুর শালা,ওই দ্যাখ মানবতা বুলড়োজারের নিছে পিষ্টে গেছে,যাহ্ বাগ।
সন্ধ্যে হলে ভাঙা মন আর লাল ফোলা চোখে বাড়ি ফেরে রবিউল।
-বাজান আমার কেক কই?আজ রাইতে আমরা খামু না,বাজার কই?
.বাজান কালকে আনুমনি যা ঘুমাই যাহ্।
-আচ্ছা তোমার বাজার কি কেউ কাইড়া নিছে
বাজান?চাউল আর তরকারি কই?আইজ নাহ মাছ
আনবার কথা আছিলো?
.কেউ না বাপ,প্রসাশন কাইরা লইছে।
-প্রসাশন কে বাজান?ও কি আমারে কাইল ভাত
দিবো?
.না বাজান। রাষ্ট্র তোর ভাত খাওয়ার অধিকার কাইড়া নিছে!
-রাস্ট্র কে বাজান?ওর কি তোমার থেইকা শক্তি
বেশি?তুমি ওর মাইর দাও নাই কেন?
.না বাজান ওর অনেক শক্তি,গরীবরা ওর সাথে পারেনা! কেঁদে ফেলে রবিউল।
-আব্বা তুমি কানতাছো কেন?আমি বড় হইলে ওই খানকির পুতের ট্যাঙ ভাইঙ্গা দিমু,এই রেস দিয়া ওর মাথা ফাঠামো।তুমি না কইছিলা বাজান একদিন আমি অনেক বড় হইমু আমার অনেক শক্তি হইবো?দেইখো বাজান রাষ্ট্র আমার সাথে পাইরবোনা।
এভাবেই বেড়ে ওঠে আমার দেশের একটা জনগোষ্ঠী।ছোট বেলা থেকেই ওরা শিখে রাষ্ট্র,প্রসাশন এক হায়েনার নাম।ওরা কি বড় হয়ে দেশপ্রেমিক হবে?রাষ্ট্রদ্রুহী,জঙ্গি হলে কি ওদের কোন দূষ থাকবে দেখিয়ে দেয়ার?ওরা কি সুখে অপরাধ করে?নিশ্চয় বাড়ি গাড়ির জন্য কেউ ছিনতাই করেনা!ওরা বাংলাদেশ নামক রাষ্ট্রে জন্মগ্রহণ করে ঠিকই তবে ওদের আরেকটা পরিচয় আছে ওরা গরীব,ওরা ছোটলোক।
ওরা রবিউল😞😭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এম,এ,মতিন ১১/০৪/২০২৩দুর্দান্ত। জীবন ভালোবাসা রইল প্রিয়।
-
আলম সারওয়ার ২৩/১২/২০১৭খুবই ভালো লাগে আমার শুভেচ্ছা থাকল
-
মধু মঙ্গল সিনহা ২১/১০/২০১৭ধন্যবাদ
-
অমিত শমূয়েল সমদ্দার ০৯/১০/২০১৭শুভেচ্ছা থাকল
-
মধু মঙ্গল সিনহা ০৯/১০/২০১৭শুভেচ্ছা।