ভালোবেসে দেখো
এ নোংরা সমাজ আমার সহজাত প্রেমকে স্বীকৃতি দেয়নি
তারা বিভেদের দেয়াল গড়েছে তোমাতে আমাতে।
বয়স, ধর্ণ, বর্ণ আরো কতো কি!
বিশ্বাস করো প্রেম স্বর্গীয়,এ সহজাত প্রভৃতি
কেউ মেনে নেয়নি।
সমাজ অসামাজিক পদবী লেপ্টে দিয়েছে আমার কপালে।
দেখো ওদের সাসাজিকতা!
তুমি অন্তত বুঝো আমার প্রেম।
তুমি ব্যস্ত থাকো তোমার সংসার বাচ্চাকাচ্চা নিয়ে আমি বারন করিনি;একটু ভালোবাসো নিভৃতে।
ওই সমাজ দেখেনি হাসির আড়ালে তোমার ক্ষত।
আমি বুঝেছি, বিশ্বাস করো আমি সব পড়ে নিয়েছি তোমার চোখে।
সাংসারিক বিষাদ,সমাজিক বিবাদ আর একটু প্রেমের জন্য তৃষ্ণার্ত আকুঁতি! কেউ তোমাকে বুঝেনি, কেউ ভালোবাসেনি।
ভালোবেসেই দেখো! দ্যাঁখো তোমার এক টুকরো প্রেমের জন্য কতো আকুঁতি,ওরা প্রেম খুঁজে তোমার চামড়ায়, মনের খবর কেউ নেয়নি। আজ তোমার ভাজপড়া চামড়ার ভেতর ধুলো পড়া হৃদয়টা ভিজিয়ে দেয়ার অধিকার চায় যুবক।
ভালোবাসো।
তোমার কালো এ্যপ্রোনের উপর সাদা টাই আমাকে বলে দেয় তোমার বুকের তৃষ্ণা , কানের নিছে রুক্ষা চামড়া উকি দিয়ে জানান দেয় একটু উষ্ম নিঃস্বাসের ছুঁয়া পেতে কতোটা উৎকন্ঠা তোমার বুক।
সারদিন কোর্টকাছারি,আসামী,বাদি-বিবাদী নিয়ে তোমার কারবার।
ধর্ষকের সাজা শোনতে শোনতে জমাট বেধেছে ঘৃণা!একবার এসো ঘৃণার পাহাড় গলে যাবে মোমের মতো প্রেমের উষ্মতায়।
তারা বিভেদের দেয়াল গড়েছে তোমাতে আমাতে।
বয়স, ধর্ণ, বর্ণ আরো কতো কি!
বিশ্বাস করো প্রেম স্বর্গীয়,এ সহজাত প্রভৃতি
কেউ মেনে নেয়নি।
সমাজ অসামাজিক পদবী লেপ্টে দিয়েছে আমার কপালে।
দেখো ওদের সাসাজিকতা!
তুমি অন্তত বুঝো আমার প্রেম।
তুমি ব্যস্ত থাকো তোমার সংসার বাচ্চাকাচ্চা নিয়ে আমি বারন করিনি;একটু ভালোবাসো নিভৃতে।
ওই সমাজ দেখেনি হাসির আড়ালে তোমার ক্ষত।
আমি বুঝেছি, বিশ্বাস করো আমি সব পড়ে নিয়েছি তোমার চোখে।
সাংসারিক বিষাদ,সমাজিক বিবাদ আর একটু প্রেমের জন্য তৃষ্ণার্ত আকুঁতি! কেউ তোমাকে বুঝেনি, কেউ ভালোবাসেনি।
ভালোবেসেই দেখো! দ্যাঁখো তোমার এক টুকরো প্রেমের জন্য কতো আকুঁতি,ওরা প্রেম খুঁজে তোমার চামড়ায়, মনের খবর কেউ নেয়নি। আজ তোমার ভাজপড়া চামড়ার ভেতর ধুলো পড়া হৃদয়টা ভিজিয়ে দেয়ার অধিকার চায় যুবক।
ভালোবাসো।
তোমার কালো এ্যপ্রোনের উপর সাদা টাই আমাকে বলে দেয় তোমার বুকের তৃষ্ণা , কানের নিছে রুক্ষা চামড়া উকি দিয়ে জানান দেয় একটু উষ্ম নিঃস্বাসের ছুঁয়া পেতে কতোটা উৎকন্ঠা তোমার বুক।
সারদিন কোর্টকাছারি,আসামী,বাদি-বিবাদী নিয়ে তোমার কারবার।
ধর্ষকের সাজা শোনতে শোনতে জমাট বেধেছে ঘৃণা!একবার এসো ঘৃণার পাহাড় গলে যাবে মোমের মতো প্রেমের উষ্মতায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলম সারওয়ার ০৯/১২/২০১৭অসাধারণ একটি লেখা ।শুভেচ্ছা রহিল
-
আজাদ আলী ০৭/১০/২০১৭"ঘৃণার পাহাড় গলে যাবে মোমের মতো প্রেমের উষ্ণতায়" সুন্দর ভাব সুন্দর লেখনি। কবিকে শুভেচ্ছা।
-
মধু মঙ্গল সিনহা ০৭/১০/২০১৭সুন্দর কবিতা। ভালোবাসা রইলো।