আমি ও মৃত্যু
নগ্ন নারীর মতো মৃত্যু আমাকে আবেদন করে
চোখবোজে নিজেকে সামলাই
মৃত্যু আর আমি খুব কাছাকাছি
মৃত্যুর নগ্ন দেহ গ্রাস করে আমার অনুভূতি!
একটা কলুষিত সমাজ,একটা পরিবার
কিছু মুখে হাসি ফোটানো অনেক কষ্টের
কিছু বন্ধন বাঁধা দেয় মৃত্যু সংগমে
কয়েকটা বাক্যই ঠেলে দেয় বদনামে।
আমি ধৈর্য ধরি,নিজেকে সামলে নেই
এটুকুন দূরে! খুব কাছাকাছি মৃত্যু আর আমি
তার কামাতুর দেহ যেদিন গ্রাস করবে আমার বোধ
চলে যাবো ওপারে তুরা ক্ষমা করে দিস!!
চোখবোজে নিজেকে সামলাই
মৃত্যু আর আমি খুব কাছাকাছি
মৃত্যুর নগ্ন দেহ গ্রাস করে আমার অনুভূতি!
একটা কলুষিত সমাজ,একটা পরিবার
কিছু মুখে হাসি ফোটানো অনেক কষ্টের
কিছু বন্ধন বাঁধা দেয় মৃত্যু সংগমে
কয়েকটা বাক্যই ঠেলে দেয় বদনামে।
আমি ধৈর্য ধরি,নিজেকে সামলে নেই
এটুকুন দূরে! খুব কাছাকাছি মৃত্যু আর আমি
তার কামাতুর দেহ যেদিন গ্রাস করবে আমার বোধ
চলে যাবো ওপারে তুরা ক্ষমা করে দিস!!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অনির্বাণ সূর্যকান্ত ২৪/০৮/২০১৭এগিয়ে যাক কবিতা । ভালোবাসা রইলো।
-
সাঁঝের তারা ২২/০৮/২০১৭বেশ ভালো ...
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২২/০৮/২০১৭সুন্দর।
-
সাইয়িদ রফিকুল হক ২২/০৮/২০১৭বেশ!