অপেক্ষা
উদগ্রীব চাতক গলা ভেজায়
প্রথম বৃষ্টি ফোটায়
সদ্য সৃষ্ট নদী,
সমুদ্রে মিশে যায়।
ছেড়ে যাওয়া ট্রেন
স্টেশনে পৌছে যায়।
বন্ধ্যা নারিটিও
গর্ভবতি হয়ে যায়!
কেবল আমিই,
আমিই বৃদ্ধ হই বারবার
তুমার অপেক্ষায় !!
প্রথম বৃষ্টি ফোটায়
সদ্য সৃষ্ট নদী,
সমুদ্রে মিশে যায়।
ছেড়ে যাওয়া ট্রেন
স্টেশনে পৌছে যায়।
বন্ধ্যা নারিটিও
গর্ভবতি হয়ে যায়!
কেবল আমিই,
আমিই বৃদ্ধ হই বারবার
তুমার অপেক্ষায় !!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Tanju H ০৭/০৭/২০১৭সুন্দর কবিতা।শুভেচ্ছা কবি।
-
ন্যান্সি দেওয়ান ০৭/০৭/২০১৭Better.
-
ন্যান্সি দেওয়ান ০৬/০৭/২০১৭Nice peom
-
আব্দুল হক ০৫/০৭/২০১৭সুন্দর লিখা ধন্যবাদ
-
রইস উদ্দিন খান আকাশ ০৫/০৭/২০১৭অন্যরকম
-
সাঁঝের তারা ০৫/০৭/২০১৭সুন্দর...
বানানের দিকে লক্ষ্য দিলে ভাল হবে। শুভেচ্ছা...