একবার আমি
একবার আমি গোলাপ হতে চেয়েছিলাম,
কেউ তুলে নিবে যত্নে গোঁজাবে খোপায় । একবার আমি নদী হতে চেয়েছিলাম,
কেউ পা ভেজাবে পরম মায়য়।
আমি হতে চেয়েছিলাম দখিনা হাওয়া,
কারো চুলের গন্ধ নিবো বলে।
একবার আমি বৃষ্টি হতে চেয়েছিলাম,
কারো রুক্ষ মরু ভিজিয়ে দেবো বলে।
আমি কারো গোলাপ হতে পারিনি
হতে পারিনি নদী,কেউ ভেজায়নি পা
আমি হতে পারিনি দখিনা হাওয়া।
ভেজাতে পারিনি মরু, আমি ফুটাতে পারিনি ফুল।
আমি কেবল পথিক হয়েছি,
এ পথই বলেছে কেবল চল,সঙ্গে চল ।
কেউ তুলে নিবে যত্নে গোঁজাবে খোপায় । একবার আমি নদী হতে চেয়েছিলাম,
কেউ পা ভেজাবে পরম মায়য়।
আমি হতে চেয়েছিলাম দখিনা হাওয়া,
কারো চুলের গন্ধ নিবো বলে।
একবার আমি বৃষ্টি হতে চেয়েছিলাম,
কারো রুক্ষ মরু ভিজিয়ে দেবো বলে।
আমি কারো গোলাপ হতে পারিনি
হতে পারিনি নদী,কেউ ভেজায়নি পা
আমি হতে পারিনি দখিনা হাওয়া।
ভেজাতে পারিনি মরু, আমি ফুটাতে পারিনি ফুল।
আমি কেবল পথিক হয়েছি,
এ পথই বলেছে কেবল চল,সঙ্গে চল ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৬/০৭/২০১৭ভালো।
-
Tanju H ০৫/০৭/২০১৭অসাধারন।
-
Nancy Dewan Samira ০৫/০৭/২০১৭Nice peom.
-
দীননাথ মাইতি ০৫/০৭/২০১৭ভালো
-
সাঁঝের তারা ০৪/০৭/২০১৭খুব সুন্দর