www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অপেক্ষা

তোমার অপেক্ষায় অাজো
দাড়িয়ে অাছি ঠাঁই
অপেক্ষা করতে করতে অামি
পরিনত হয়েছি অশ্বথ বৃক্ষে!

অামার শেখড় গভীর থেকে গভীরে পৌছায়
অপেক্ষা করতে করতে অামার বয়স ফুরিয়ে যায়,সব পাতা ঝরে যায়।
তুমি একটি বারও খবর নাওনি।

অামার সঙ্গি হয়ে থাকা বৈদ্যুতিক খুটিটি
বৃদ্ধ হয়ে অস্থিত্ব হারিয়েছে কতকাল অাগে
অামি এথনো দাড়িয়ে অাছি ঠাঁই।
তুমি একটি বারও খবর নাওনি।

সেই কবে বলেছিলে "অপেক্ষা করো,ক'টা মাসই তো"!
অামি অপেক্ষা করেছি
কতো মাস কেটে গেল,কেটে গেল কতো বছর
যুগ থেকে যুগান্তর অামি অপেক্ষায় কেবল।

তুমি একবার এসো,হাত বাড়িয়ে দাও
আমি অাবার মানুষ হতে চাই।
কবি হতে চাই তোমার,যে কবির
প্রেমে পড়েছিলে তুমি প্রথমবার।

কতোকাল প্রতিক্ষা শেষে তোমার দেখা!
ভেবেছি তুমি ছোঁয়ে দিবে,
যৌবন ফিরে পাবে এই বৃদ্ধ অশ্বথ গাছ।

তুমি হেটে গেছো পাশ দিয়ে
তোমায় পাওয়ার সৌভাগ্য হয়নি অামার।
দুটি প্রশ্ন অামার -
কতোকাল অপেক্ষা করলে তোমায় পাওয়া যায়?
কতোটা অবহেলা সয়ে
শুদ্ধ প্রেমিক হওয়া যায়?

১৫-০৫-১৭
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮০৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০৭/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আলম সারওয়ার ০৯/০৭/২০১৭
    অসাধারণ একটি উপহার কবিকে শুভেচ্ছা থাকল আমার
  • আরিফুল ইসলাম ০৪/০৭/২০১৭
    সকলকে ধন্যবাদ
  • বেশ !
  • দীননাথ মাইতি ০৪/০৭/২০১৭
    কবিতাটি পড়ে অনোপম রায়ের গানের কথা মনে পড়ে গেল -- বাড়িয়ে দাও তোমার হাত
  • অশ্বথ > অশ্বত্থ
    • আরিফুল ইসলাম ০৪/০৭/২০১৭
      অনেক ধন্যবাদ
  • Tanju H ০৩/০৭/২০১৭
    অপূর্ব।শুভেচ্ছা রইল কবি।
  • অর্ক রায়হান ০৩/০৭/২০১৭
    বেশ ভালো লাগলো।
  • সাঁঝের তারা ০৩/০৭/২০১৭
    খুব সুন্দর
 
Quantcast