আরিফুল ইসলাম
আরিফুল ইসলাম-এর ব্লগ
-
সাহেব একটা রুটি হবে?
-পাঁচ টাকা দে
আমার কাছে টাকা নাই!
-কি আছে? [বিস্তারিত] -
এ নোংরা সমাজ আমার সহজাত প্রেমকে স্বীকৃতি দেয়নি
তারা বিভেদের দেয়াল গড়েছে তোমাতে আমাতে।
বয়স, ধর্ণ, বর্ণ আরো কতো কি!
বিশ্বাস করো প্রেম স্বর্গীয়,এ সহজাত প্রভৃতি [বিস্তারিত] -
নগ্ন নারীর মতো মৃত্যু আমাকে আবেদন করে
চোখবোজে নিজেকে সামলাই
মৃত্যু আর আমি খুব কাছাকাছি
মৃত্যুর নগ্ন দেহ গ্রাস করে আমার অনুভূতি! [বিস্তারিত] -
তোমাকে ভাবলেই কবিতা হতো
মুগ্ধতা নিয়ে ভাবতাম,
ভাবনার মাঝখানে এখন কাঁটাতার
মনে পড়ে একদা কবি ছিলাম। [বিস্তারিত] -
উদগ্রীব চাতক গলা ভেজায়
প্রথম বৃষ্টি ফোটায়
সদ্য সৃষ্ট নদী,
সমুদ্রে মিশে যায়। [বিস্তারিত] -
একবার আমি গোলাপ হতে চেয়েছিলাম,
কেউ তুলে নিবে যত্নে গোঁজাবে খোপায় । একবার আমি নদী হতে চেয়েছিলাম,
কেউ পা ভেজাবে পরম মায়য়।
আমি হতে চেয়েছিলাম দখিনা হাওয়া, [বিস্তারিত] -
তোমার অপেক্ষায় অাজো
দাড়িয়ে অাছি ঠাঁই
অপেক্ষা করতে করতে অামি
পরিনত হয়েছি অশ্বথ বৃক্ষে! [বিস্তারিত]