www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

“করোনা-১৯”

‘করোনা’ মানে কিছু করো-না
অবাধে চলাফেরা করো-না, ক্ষতি হবে তাতে
সভা সমাবেশ করো-না
তবে যে তীব্র আকার করবে ধারণ “করোনা”।
অল্প দিনেই বিশ্বভ্রমন্ডে একই নামে হয়েছে পরিচিত “করোনা”
২০১৯ সালে তার আত্ম-প্রকাশ
তাই নামের শেষে যোগ হয়েছে “করোনা-১৯”।
নিদের্শনার অবাধ্য হয়েছে যারা “করোনা” নিয়েছে প্রাণ তাদের,
নিব আরো প্রাণ এখনো যাদের হচ্ছে না হুস
চলছে যারা অবাধে, শুনছে না নিয়ম-নিষেধ
দিচ্ছেনা গুরুত্ব, করছে “করোনায়” অবহেলা,
বলছি তাই তোমাদের শুন ভালো করে-
“করো-না জন-জটলা, থাকো দুরে দুরে
বাহির থেকে ফিরে ঘরে, হাত ধোও সাবান জলে
২০ সেকেন্ড ধুলে হাত মরে যায় “করোনা”
আর একটা সাবধানবানী শুধাই তোমাদের-
“থাকো বিরত চোখ-মুখ আর কান স্পর্শ থেকে”।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৭২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/০৬/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast