আমায় দুঃখ দাও আমায় কষ্ট দাও
তুমি আমার সাথে মিথ্যা ভালোবাসার খেলা খেলছ।
জানি আমি, এতে তুমি আনন্দে আছ,
তবু আমি তোমায় কিছুই বলি না।
কারণ আমি চাই তুমি ভালো থাকো, সুখে থাকো।
আমায় মিথ্যা ভালোবাসা দিয়ে যদি তোমার আনন্দ হয়
তবে এর চেয়ে আনন্দের বিষয় আমার কাছে আর কী আছে!
কেউ যদি আমায় দুঃখ দিয়ে সুখী হয়
আমি তাতে আরো বেশি সুখী হই।
তুমি যদি আমায় কষ্ট দিয়ে খুশিতে থাকো
তবে আমায় আরো কষ্ট দাও, আরো আরো।
কারণ আমি জানি, আমি কষ্ট পেলে তুমি খুশিতে থাকবে।
---- অর্ঘ্যদীপ চক্রবর্তী
২০/৭/২০২৪
জানি আমি, এতে তুমি আনন্দে আছ,
তবু আমি তোমায় কিছুই বলি না।
কারণ আমি চাই তুমি ভালো থাকো, সুখে থাকো।
আমায় মিথ্যা ভালোবাসা দিয়ে যদি তোমার আনন্দ হয়
তবে এর চেয়ে আনন্দের বিষয় আমার কাছে আর কী আছে!
কেউ যদি আমায় দুঃখ দিয়ে সুখী হয়
আমি তাতে আরো বেশি সুখী হই।
তুমি যদি আমায় কষ্ট দিয়ে খুশিতে থাকো
তবে আমায় আরো কষ্ট দাও, আরো আরো।
কারণ আমি জানি, আমি কষ্ট পেলে তুমি খুশিতে থাকবে।
---- অর্ঘ্যদীপ চক্রবর্তী
২০/৭/২০২৪
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
suman ২৯/০৭/২০২৪এমন মানুষকে ভুলে যাওয়া ভালো, এ যে জীবনের অপচয়, সময়ের অপচয়...
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২২/০৭/২০২৪বেস্ট
-
ফয়জুল মহী ২১/০৭/২০২৪খুব সুন্দর লিখেছেন কবি ভীষণ ভালো লাগলো