তুমি আমার
তুমি আমার রজনীগন্ধা দোয়েল পাপিয়া
হাসনুহানা বেনে-বউ কোয়েলা।
তুমি আমার নীল আকাশ সমুদ্র নদী
সজল বাতাস চঞ্চলা নির্ঝরিণী।
তুমি আমার উড়ো চিঠি প্রেম ভালোবাসা
আকুল হৃদি কামনা বাসনা।
তুমি আমার শেফালি বুলবুল বুলবুলি
কলাবতী শ্যামা মৌটুসি।
তুমি আমার আশা ভরসা চন্দ্র সূয্যি
চিন্তা ভাবনা ঈশ্বর ঈশ্বরী।
তুমি আমার সবকিছু মহাবিশ্ব মহাকাশ
রক্তবিন্দু শেষ নিঃশ্বাস।
---- অর্ঘ্যদীপ চক্রবর্তী
হাসনুহানা বেনে-বউ কোয়েলা।
তুমি আমার নীল আকাশ সমুদ্র নদী
সজল বাতাস চঞ্চলা নির্ঝরিণী।
তুমি আমার উড়ো চিঠি প্রেম ভালোবাসা
আকুল হৃদি কামনা বাসনা।
তুমি আমার শেফালি বুলবুল বুলবুলি
কলাবতী শ্যামা মৌটুসি।
তুমি আমার আশা ভরসা চন্দ্র সূয্যি
চিন্তা ভাবনা ঈশ্বর ঈশ্বরী।
তুমি আমার সবকিছু মহাবিশ্ব মহাকাশ
রক্তবিন্দু শেষ নিঃশ্বাস।
---- অর্ঘ্যদীপ চক্রবর্তী
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কে. পাল ০৭/০৭/২০২৪Valo
-
suman ০৪/০৭/২০২৪আবেগাশ্রয়ী কাব্য... উপমাগুলো সুন্দর...
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৯/০৬/২০২৪বাহ্
-
তাবেরী ১৯/০৬/২০২৪বেশ!
-
মোঃ আবিদ হাসান রাজন ১৪/০৬/২০২৪অসাধারন
-
ফয়জুল মহী ১৩/০৬/২০২৪অপূর্ব
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৩/০৬/২০২৪সুইট