সবকিছুরই শেষ আছে
সবকিছুরই শেষ আছে
যেমন জন্ম আছে তেমন মৃত্যু আছে।
এই পৃথিবী যেমন সৃষ্টি হয়েছে
তেমন একদিন এর মৃত্যু হবে।
যেদিন চাঁদ আর পৃথিবীর চারপাশে ঘুরবে না
হয়তো সেদিনই চাঁদের মৃত্যু হবে।
সূর্যের আলো একদিন না একদিন
নিভে যাবে
হয়তো সেদিনই সূর্যের মৃত্যু হবে।
এই ব্রহ্মাণ্ড যেমন এখন আছে
একদিন এই ব্রহ্মাণ্ডের আর অস্তিত্ব থাকবে না
তখন 'ব্রহ্মাণ্ড' নামটাই অর্থহীন হয়ে যাবে।
তাই সবকিছুরই শেষ আছে
যেমন জন্ম আছে তেমন মৃত্যু আছে।
--- অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৭/৫/২০২৪
যেমন জন্ম আছে তেমন মৃত্যু আছে।
এই পৃথিবী যেমন সৃষ্টি হয়েছে
তেমন একদিন এর মৃত্যু হবে।
যেদিন চাঁদ আর পৃথিবীর চারপাশে ঘুরবে না
হয়তো সেদিনই চাঁদের মৃত্যু হবে।
সূর্যের আলো একদিন না একদিন
নিভে যাবে
হয়তো সেদিনই সূর্যের মৃত্যু হবে।
এই ব্রহ্মাণ্ড যেমন এখন আছে
একদিন এই ব্রহ্মাণ্ডের আর অস্তিত্ব থাকবে না
তখন 'ব্রহ্মাণ্ড' নামটাই অর্থহীন হয়ে যাবে।
তাই সবকিছুরই শেষ আছে
যেমন জন্ম আছে তেমন মৃত্যু আছে।
--- অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৭/৫/২০২৪
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১১/০৬/২০২৪সুন্দর
-
আলমগীর সরকার লিটন ১০/০৬/২০২৪তারপরও মানুষ কিছু বুঝি না
রাগে রাগন্ত খুজি ধ্বংসের দ্বার
ভাল থাকবেন কবি দা -
ফয়জুল মহী ০৯/০৬/২০২৪অনিন্দ্য সুন্দর
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৯/০৬/২০২৪নাইস