মানুষ ও ভগবান
কোনো মানুষকে দুঃখ দিয়ো না
সব মানুষের মধ্যেই ভগবান থাকেন
কোনো মানুষকে হেয়ো কোরো না
তাহলে তিনি মনে মনে ক্ষুণ্ণ হবেন।
খারাপ কথা বোলো না কোনো মানুষকে
এতে ভগবানকেই খারাপ কথা বলা হবে
ভালোবেসে যাও সব মানুষকে
তাঁর আশীর্বাদ ঠিক পাবে।
কষ্ট দিয়ো না কোনো মানুষকে
এতে ভগবানকেই কষ্ট দেয়া হবে
শুধু মানুষের মন খুশিতে রাখো ভরিয়ে
জগন্ময় খুশি হবেন এতে।
---- অর্ঘ্যদীপ চক্রবর্তী
২০/৫/২০২৪
সব মানুষের মধ্যেই ভগবান থাকেন
কোনো মানুষকে হেয়ো কোরো না
তাহলে তিনি মনে মনে ক্ষুণ্ণ হবেন।
খারাপ কথা বোলো না কোনো মানুষকে
এতে ভগবানকেই খারাপ কথা বলা হবে
ভালোবেসে যাও সব মানুষকে
তাঁর আশীর্বাদ ঠিক পাবে।
কষ্ট দিয়ো না কোনো মানুষকে
এতে ভগবানকেই কষ্ট দেয়া হবে
শুধু মানুষের মন খুশিতে রাখো ভরিয়ে
জগন্ময় খুশি হবেন এতে।
---- অর্ঘ্যদীপ চক্রবর্তী
২০/৫/২০২৪
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ আবিদ হাসান রাজন ০৫/০৬/২০২৪ভাল লিখেছেন। সুন্দর
-
গাজী তারেক আজিজ ০৩/০৬/২০২৪ভালো লেখা।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০১/০৬/২০২৪সুন্দর
-
ফয়জুল মহী ৩০/০৫/২০২৪সুন্দর লিখেছেন