তোমাকে আমার সবকিছুতে রেখে দিয়েছি
আমি তোমার কেউ না হলেও
তোমাকে আমার দু' চোখের ভিতর রেখে দিয়েছি, তোমাকে আমার কবিতার খাতায় রেখে দিয়েছি,
তোমাকে আমার ঘুমের ভিতর রেখে দিয়েছি,
তোমাকে আমার হৃদপিণ্ডের ভিতর রেখে দিয়েছি,
তোমাকে আমার চিন্তায়-ভাবনায় রেখে দিয়েছি,
তোমাকে আমার দেহের রক্তে মিশিয়ে রেখেছি,
তোমাকে আমার আবেগে রেখে দিয়েছি,
তোমাকে আমার নিঃশ্বাস-প্রশ্বাসে রেখে দিয়েছি।
আমি তোমার কেউ না হলেও
তোমাকে আমার সবকিছুতে রেখে দিয়েছি।
---- অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৯/৪/২০২৪
তোমাকে আমার দু' চোখের ভিতর রেখে দিয়েছি, তোমাকে আমার কবিতার খাতায় রেখে দিয়েছি,
তোমাকে আমার ঘুমের ভিতর রেখে দিয়েছি,
তোমাকে আমার হৃদপিণ্ডের ভিতর রেখে দিয়েছি,
তোমাকে আমার চিন্তায়-ভাবনায় রেখে দিয়েছি,
তোমাকে আমার দেহের রক্তে মিশিয়ে রেখেছি,
তোমাকে আমার আবেগে রেখে দিয়েছি,
তোমাকে আমার নিঃশ্বাস-প্রশ্বাসে রেখে দিয়েছি।
আমি তোমার কেউ না হলেও
তোমাকে আমার সবকিছুতে রেখে দিয়েছি।
---- অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৯/৪/২০২৪
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৪/০৬/২০২৪সুন্দর
-
সৌবর্ণ বাঁধন ২৯/০৫/২০২৪সুন্দর শব্দের বুনন