কলম এবং কলবের শুভ মিলনের নাম কে বলে সাহিত্য
জৈনক আঁতেল : কবি সাহেব
আছেন কেমুন ?
আমি : আজ্ঞে জ্বী.. ভালো !
আঁতেল : একটা কথা ছিল বলবার
আমি : দিব্যি আরামে বলতে থাকুন
আঁতেল : আপনি সাহিত্য
বোঝেন ??
আমি ; মানে ? ঠিক বুঝে উঠতে পারলাম না কি বলতে চাইলেন !!
আঁতেল ; আপনি তো সহজ শব্দ দিয়া কবিতা লেখেন
সাহিত্য ভরা কবিতা
লেখছেন
বা পারেল লেখতে ?
আমি : কোন শ্রুতিমধুর
বা বাকশিল্পের শ্রী বৃদ্ধির হেতু ধরে
কাঠিন্য বাক্যে
কাব্য প্রকাশ শুভ্র নামান্তর !!
আঁতেল : ভাই ভাই ভুল হইছে
মাফ করবেন... এই গুলি কি লেখছেন
আমার বুঝতে দাত লাগবো
থাক দাদা মাফ চাই...।
আমি : (মুচকি হেসে)
তবে একটা কথা বলি
কলম এবং কলবের
শুভ মিলনের নাম কে বলে সাহিত্য !!
কঠিন শব্দ কে নয়
আছেন কেমুন ?
আমি : আজ্ঞে জ্বী.. ভালো !
আঁতেল : একটা কথা ছিল বলবার
আমি : দিব্যি আরামে বলতে থাকুন
আঁতেল : আপনি সাহিত্য
বোঝেন ??
আমি ; মানে ? ঠিক বুঝে উঠতে পারলাম না কি বলতে চাইলেন !!
আঁতেল ; আপনি তো সহজ শব্দ দিয়া কবিতা লেখেন
সাহিত্য ভরা কবিতা
লেখছেন
বা পারেল লেখতে ?
আমি : কোন শ্রুতিমধুর
বা বাকশিল্পের শ্রী বৃদ্ধির হেতু ধরে
কাঠিন্য বাক্যে
কাব্য প্রকাশ শুভ্র নামান্তর !!
আঁতেল : ভাই ভাই ভুল হইছে
মাফ করবেন... এই গুলি কি লেখছেন
আমার বুঝতে দাত লাগবো
থাক দাদা মাফ চাই...।
আমি : (মুচকি হেসে)
তবে একটা কথা বলি
কলম এবং কলবের
শুভ মিলনের নাম কে বলে সাহিত্য !!
কঠিন শব্দ কে নয়
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ৩০/১০/২০১৩ভাই আপনার সাথে একমত
-
আহমাদ সাজিদ ২৮/১০/২০১৩জব্বর অভিক্ষতা
-
সুমাইয়া বরকতউল্লাহ্ ২৮/১০/২০১৩ভালো লাগা জানিয়ে গেলাম। ধন্যবাদ নিন।
-
জহির রহমান ২৮/১০/২০১৩ঠিক বলছেন। কিছু সংখ্যক আঁতেল মনে করে যে যত কঠিন শব্দ ব্যবহার করতে পারে সে তত বড় পারদর্শী কবি। আঁতেলকে একেবারে উচিৎ জবাব দিয়েছেন।