একা লাগে যখন
যখন মন টা খুব খারাপ থাকে
তখন ইনবক্সের তলে পড়ে থাকা মেসেজ গুলো দেখি
যেই সব মেসেজে লেগে থাকে
কিছু ভালোলাগা ,কিছু অভিমান , কিছু স্মৃতি !!
মন ভালো হয়ে যায় !
যখন খুব বেশি একা একা লাগে
নিজের ছোটো বেলার ছবি দেখি
আর নিজেকে বলি :
"কেনো কাঁদিস রে তুই একা একা
তুই তো একাই ছিলি
চলেও যাবি একা একা
হয়ত হয়েছিল চলার পথে
কেউ সঙ্গি
পেয়েছিলি কারো দেখা
কিন্তু তাঁর পথ যে ভিন্ন
তাই আজ তাঁর সব কিছু করে ছিন্ন
ফেলে গেছে চলে একা
তুইও কাঁদিস না !!
হেটে হেটে চলে যা একা একা "
তখন ইনবক্সের তলে পড়ে থাকা মেসেজ গুলো দেখি
যেই সব মেসেজে লেগে থাকে
কিছু ভালোলাগা ,কিছু অভিমান , কিছু স্মৃতি !!
মন ভালো হয়ে যায় !
যখন খুব বেশি একা একা লাগে
নিজের ছোটো বেলার ছবি দেখি
আর নিজেকে বলি :
"কেনো কাঁদিস রে তুই একা একা
তুই তো একাই ছিলি
চলেও যাবি একা একা
হয়ত হয়েছিল চলার পথে
কেউ সঙ্গি
পেয়েছিলি কারো দেখা
কিন্তু তাঁর পথ যে ভিন্ন
তাই আজ তাঁর সব কিছু করে ছিন্ন
ফেলে গেছে চলে একা
তুইও কাঁদিস না !!
হেটে হেটে চলে যা একা একা "
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১৩/১০/২০১৩চমৎকার আপনার অনুভূতি সমূহ প্রকাশ পেয়েছে কবিতা য়। আসলেই মানুষ খুবই একা এই নশ্বর পৃথিবীতে। তবুও মানুষ চেষ্টা করে কাউকে সাথে নিয়ে জীবন পার করার। কিন্তু যখন প্রিয় সেই একজনই জীবন থেকে দূরে সরে যায় তখন সত্যিই মনে হয় আসলেই আমি একা। খুবই ভালো লাগলো আপনার কবিতা। ধন্যবাদ। শুভকামনা আপনার জন্য।