www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমার কোলবালিশ এবং আমি

কোলবালিশ : ভাই,, আমারে একটা কুবিতা লিক্কা দিবেন?
পেরেমের কুবিতা কদ্দুর কষ্টও দিয়েন যে ?

আমি : কেন? তুই আবার কবিতা দিয়ে কি করবি?

কোলবালিশ : হেইডা জাইন্না কিতা করবেন ?
একজন রে মুই
দিমু !!!!

আমি : কারে দিবি?
তোর কে আছে দেয়ার ?

কোলবালিশ : এহ।। কে ঐ যে
আপনার মাতার তলের যে বালিশ
সুন্দরী !!!

ওর লগে মোর পেরেম
চলতেয়াছে..
মুই অরে ভালা পাই
(ভালোবাসি)

সামনে হুক্কুর বার
আমাগো বিয়া

আমি : কসকি? তাইলে আমি?

কোলবালিশ : হেইডা মুই জানি?
আপনের বাপ রে কন
বিয়ার কতা

আর হুনেন...

রাইতে মোরে জড়াইয়া ধইরা
ঘুমাইয়েন না
মোর হবু বিবি সন্দেহ করে !!!
বিষয়শ্রেণী: কৌতুক
ব্লগটি ১৪৫০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সুদীপ্তবিশ্বাস ১০/১২/২০১৪
    ওহ গ্রেট...
  • অজাতশত্রু ০২/০৫/২০১৪
    হা হা হা
  • রোদের ছায়া ০৮/১০/২০১৩
    মজার কথোপকথন । বালিশের প্রেম বিশয়ক চিন্তা টা বেশ মজার ।
  • সত্যিই হাস্যকর!
  • 🌟 ফার্স্ট ক্লাশ্‌ 🌟
  • নির্ঝর রাজু ২৮/০৯/২০১৩
    দুর্ভাগ্য যে হাসি পেলনা, তবে কবির কবিতা অবশ্যই পড়বো!
    কবিকে নিমন্ত্রন রইল নির্ঝরের ব্লগে-
    বিনীত
  • বালিশের ভালোবাসা অক্ষয় হোক। তাহলে ভবিষ্যতে একটা ছোট বালিশ পাওয়া যাবে।
    খুব আনন্দ পেয়েছি
  • Înšigniã Āvî ২৮/০৯/২০১৩
    grin
  • হাসতে হাসতে তো মাইরা ফালাবা পিয়াল।
  • ইব্রাহীম রাসেল ২৮/০৯/২০১৩
    হি হি হি মজা পেলাম
 
Quantcast