আমার কোলবালিশ এবং আমি
কোলবালিশ : ভাই,, আমারে একটা কুবিতা লিক্কা দিবেন?
পেরেমের কুবিতা কদ্দুর কষ্টও দিয়েন যে ?
আমি : কেন? তুই আবার কবিতা দিয়ে কি করবি?
কোলবালিশ : হেইডা জাইন্না কিতা করবেন ?
একজন রে মুই
দিমু !!!!
আমি : কারে দিবি?
তোর কে আছে দেয়ার ?
কোলবালিশ : এহ।। কে ঐ যে
আপনার মাতার তলের যে বালিশ
সুন্দরী !!!
ওর লগে মোর পেরেম
চলতেয়াছে..
মুই অরে ভালা পাই
(ভালোবাসি)
সামনে হুক্কুর বার
আমাগো বিয়া
আমি : কসকি? তাইলে আমি?
কোলবালিশ : হেইডা মুই জানি?
আপনের বাপ রে কন
বিয়ার কতা
আর হুনেন...
রাইতে মোরে জড়াইয়া ধইরা
ঘুমাইয়েন না
মোর হবু বিবি সন্দেহ করে !!!
পেরেমের কুবিতা কদ্দুর কষ্টও দিয়েন যে ?
আমি : কেন? তুই আবার কবিতা দিয়ে কি করবি?
কোলবালিশ : হেইডা জাইন্না কিতা করবেন ?
একজন রে মুই
দিমু !!!!
আমি : কারে দিবি?
তোর কে আছে দেয়ার ?
কোলবালিশ : এহ।। কে ঐ যে
আপনার মাতার তলের যে বালিশ
সুন্দরী !!!
ওর লগে মোর পেরেম
চলতেয়াছে..
মুই অরে ভালা পাই
(ভালোবাসি)
সামনে হুক্কুর বার
আমাগো বিয়া
আমি : কসকি? তাইলে আমি?
কোলবালিশ : হেইডা মুই জানি?
আপনের বাপ রে কন
বিয়ার কতা
আর হুনেন...
রাইতে মোরে জড়াইয়া ধইরা
ঘুমাইয়েন না
মোর হবু বিবি সন্দেহ করে !!!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুদীপ্তবিশ্বাস ১০/১২/২০১৪ওহ গ্রেট...
-
অজাতশত্রু ০২/০৫/২০১৪হা হা হা
-
রোদের ছায়া ০৮/১০/২০১৩মজার কথোপকথন । বালিশের প্রেম বিশয়ক চিন্তা টা বেশ মজার ।
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০৭/১০/২০১৩সত্যিই হাস্যকর!
-
দাদা মুহাইমিন চৌধূরী ০১/১০/২০১৩🌟 ফার্স্ট ক্লাশ্ 🌟
-
নির্ঝর রাজু ২৮/০৯/২০১৩দুর্ভাগ্য যে হাসি পেলনা, তবে কবির কবিতা অবশ্যই পড়বো!
কবিকে নিমন্ত্রন রইল নির্ঝরের ব্লগে-
বিনীত -
ডাঃ প্রবীর আচার্য নয়ন ২৮/০৯/২০১৩বালিশের ভালোবাসা অক্ষয় হোক। তাহলে ভবিষ্যতে একটা ছোট বালিশ পাওয়া যাবে।
খুব আনন্দ পেয়েছি -
Înšigniã Āvî ২৮/০৯/২০১৩
-
সুবীর কাস্মীর পেরেরা ২৮/০৯/২০১৩হাসতে হাসতে তো মাইরা ফালাবা পিয়াল।
-
ইব্রাহীম রাসেল ২৮/০৯/২০১৩হি হি হি মজা পেলাম