www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কান্না টা ফেলানীর

পাশের বাসায় বিয়ে হচ্ছে !!!
আর বিয়ের আয়োজন মানেই
দম ফাটানো হিন্দি গান !!
হ্যা,, তারাও ভিন্ন কিছু করেনি ।
একটার পর পর একটা হিন্দি গান বাজিয়েই
চলছে......
এখন চলছে
লুঙ্গি ড্যান্স, মুন্নি বাদনাম , শিলা আরো অনেক নাম না জানা গান !!!
কিন্তু এই সব হিন্দি গানের মাঝে আমি এক কিশোরীর কান্নার শব্দ পাই

..................।। কান্না টা ফেলানীর !!!
ফেলানীর খুনির খালাসের সময় ঝাঝালো কন্ঠে
কথার বুলেট ছুড়েছে অনেকেই
তীব্র নিন্দা জানাতে দেরী করেনি ফেবুকার রাও ।
কিন্তু থেমে গেছে কি তাদের হিন্দি গান শোনা ?
বন্ধ করেছে ভারতীয় পন্য ?

হয়ত কেউ পেরেছে
আবার পারেনি অনেকেই
আমি সব সময় চেষ্টা করে আসছি
মুখে নয় কাজে জয়ী হওয়ার দলে থাকতে
আর তাই আজ থেকে নিরবে একাই লড়ে যাব ।
কারন আমি যে একজন বাংলাদেশী
অথবা আমি নিজেই বাংলাদেশ
বিষয়শ্রেণী: সমসাময়িক
ব্লগটি ৯৬৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • দারুণ
  • আমি একমত কিন্তু জানেন কি ভারত থেকে আমাদের চাল,ডাল,পেঁয়াজ,হিরো হোন্ডাসহ কোরবাণীর গরুটাও চোরাচালান হয় । তাই ভারতকে ছাড়া বাংলাদেশীদের অসম্ভব ।
  • সহিদুল হক ২৬/০৯/২০১৩
    ফেলানীর মতো আরো বহু অভাগিনীর কান্না ধ্বনিত হচ্ছে আকাশে-বাতাসে অহরহ।
    • তারাও যে আমাদেরই বোন
  • Înšigniã Āvî ২৬/০৯/২০১৩
    ভীষণ বাস্তব
  • বিশ্বজিৎ বণিক ২৬/০৯/২০১৩
    বাস্তবতার চাদরে মোড়ানো এক গুচ্ছ প্রতিবাদ ।
  • ইব্রাহীম রাসেল ২৬/০৯/২০১৩
    --যদি বোঝে যাদের উদ্দেশ‌্যে এই লেখা সেইসব মানুষেরা তবেই লেখা সার্থক--লিখে যান--
 
Quantcast