শুধু একটা বাস্তব দেখালাম
ছেলে : আননি কেন ?
আমার জন্য জুতা কিনে আননি ? কেন ?...
তুমি তো বলেছিলে আজ
অবশ্যই আনবে
তবে যে আনলে না ??
বাবা : জুতা তোমাকে কিনে দেবো তার আগে চল একটা জায়গায় ঘুরতে যাই (( তারপরও বাবা তার ছেলে কে শহরের পিচঢালা পথে লাঠির সাহায্যে হেঁটে যাওয়া কিছু মানুষ দেখালেন যাদের হয়ত আমরা পঙ্গু বলি !!!
বাবা : দেখেছো বাবু ! তাদের পা নেই তারা যখন চলতে গিয়ে পরে যায় তখন গায়ের চেয়ে মনে ব্যাথা বেশী পায় !!
ছেলে : (ফেল ফেল করে তাকিয়ে) আব্বু আমার যদি পা না থাকতো তবে কী আমিও অমনি ভেঙ্গে ভেঙ্গে হাটতাম ?
বাবা : (খুব শক্ত ভাবে ছেলে কে জড়িয়ে) হয়তো এভাবেই চলতে হতো বাবা !
(কথাটা বলতে যেন খুব কষ্ট হল বাবার)
ছেলে : আব্বু আমার জুতা লাগবে না আব্বুতুমি তাকে আমার জুতার টাকা দিয়ে দাও
বাবা : (মৃদু হেসে ) নারে বাবা আমি তোমার জন্য জুতা ঠিক্ই কিনেছি...শুধু একটা বাস্তব দেখালাম তোমাকে!!
(স্যালুট বাবা)
আমার জন্য জুতা কিনে আননি ? কেন ?...
তুমি তো বলেছিলে আজ
অবশ্যই আনবে
তবে যে আনলে না ??
বাবা : জুতা তোমাকে কিনে দেবো তার আগে চল একটা জায়গায় ঘুরতে যাই (( তারপরও বাবা তার ছেলে কে শহরের পিচঢালা পথে লাঠির সাহায্যে হেঁটে যাওয়া কিছু মানুষ দেখালেন যাদের হয়ত আমরা পঙ্গু বলি !!!
বাবা : দেখেছো বাবু ! তাদের পা নেই তারা যখন চলতে গিয়ে পরে যায় তখন গায়ের চেয়ে মনে ব্যাথা বেশী পায় !!
ছেলে : (ফেল ফেল করে তাকিয়ে) আব্বু আমার যদি পা না থাকতো তবে কী আমিও অমনি ভেঙ্গে ভেঙ্গে হাটতাম ?
বাবা : (খুব শক্ত ভাবে ছেলে কে জড়িয়ে) হয়তো এভাবেই চলতে হতো বাবা !
(কথাটা বলতে যেন খুব কষ্ট হল বাবার)
ছেলে : আব্বু আমার জুতা লাগবে না আব্বুতুমি তাকে আমার জুতার টাকা দিয়ে দাও
বাবা : (মৃদু হেসে ) নারে বাবা আমি তোমার জন্য জুতা ঠিক্ই কিনেছি...শুধু একটা বাস্তব দেখালাম তোমাকে!!
(স্যালুট বাবা)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ২৪/০৯/২০১৩
-
সুবীর কাস্মীর পেরেরা ২৩/০৯/২০১৩বেশ গভীর।
-
Înšigniã Āvî ২৩/০৯/২০১৩বাহ বেশ বাস্তবতা
-
ইব্রাহীম রাসেল ২৩/০৯/২০১৩--এটা প্রবন্ধ বলা যায় কী? প্রবন্ধের সঠিক সংজ্ঞাটা কী হবে ভাই?---
আপনার মনে দুঃখ থাকে কতক্ষণ।
খুব শিক্ষনীয়, ভালো লেগেছে