সেই ফেরিওয়ালা
"এই চিরুনি লাগবো চিরুনি ?!!"
"যেইটা নিবেন ১০ টাকা !"
ফেরিওয়ালার মুখে কথা শুনে
গেলাম একটা
চিরুনি কিনতে ..
--ভাই একটা দেন তো চিরুনি !!
--নেন.. বাইছা নেন যেটা নিবেন
--না আপনি দেন ঐ লাল টা দিয়েন
-- দাদা আপনি বাইছা নেন না
আপনার যেটা মুন চায় নেন
--আপনি দেন না !!!
আপনার দিতে কি সমস্যা?
(মনে মনে বিরক্ত হলাম
লোকটার ভাব দেখে
...তারপর আমি নিজেই নিয়ে নিলাম
আর সাথে
২০ টাকার একটা নোট দিলাম)
লোক টা পকেটে টাকা টা
রেখে দিলো !!!
কিন্তু বাকি ১০ টাকা দিলো না
--কি ভাই..!! টাকা ফিরত দেন ??
--আপনি কয় টাকা দিছেন?
--কেন দেখেন নাই ? কত দিছিলাম ?
২০ টাকা দিছি !!!!
এবার মলিন মুখে লোকটি বলল
-- আমি তো ভাই চোখে দেখিনা
জন্ম থেকেই অন্ধ !!
পেটের দায়ে কাম করি
.... কথা টা শুনে
আমি অনেক সময়ের জন্য
থমকে গেলাম...
বাকি টাকা টা পকেটে
রাখতে রাখতে ভাবলাম
এই সব মানুষদের জন্য
কি করা যায় ?
মন থেকে উত্তর এলো......
কেবল্ই শ্রদ্ধা করা যায়
আর কিছু না আর কিছু
করতে পারিনা আমরা
আর আমাদের শ্রদ্ধা টুকু
করার যোগ্যতাও মাঝে মাঝে থাকে না
"যেইটা নিবেন ১০ টাকা !"
ফেরিওয়ালার মুখে কথা শুনে
গেলাম একটা
চিরুনি কিনতে ..
--ভাই একটা দেন তো চিরুনি !!
--নেন.. বাইছা নেন যেটা নিবেন
--না আপনি দেন ঐ লাল টা দিয়েন
-- দাদা আপনি বাইছা নেন না
আপনার যেটা মুন চায় নেন
--আপনি দেন না !!!
আপনার দিতে কি সমস্যা?
(মনে মনে বিরক্ত হলাম
লোকটার ভাব দেখে
...তারপর আমি নিজেই নিয়ে নিলাম
আর সাথে
২০ টাকার একটা নোট দিলাম)
লোক টা পকেটে টাকা টা
রেখে দিলো !!!
কিন্তু বাকি ১০ টাকা দিলো না
--কি ভাই..!! টাকা ফিরত দেন ??
--আপনি কয় টাকা দিছেন?
--কেন দেখেন নাই ? কত দিছিলাম ?
২০ টাকা দিছি !!!!
এবার মলিন মুখে লোকটি বলল
-- আমি তো ভাই চোখে দেখিনা
জন্ম থেকেই অন্ধ !!
পেটের দায়ে কাম করি
.... কথা টা শুনে
আমি অনেক সময়ের জন্য
থমকে গেলাম...
বাকি টাকা টা পকেটে
রাখতে রাখতে ভাবলাম
এই সব মানুষদের জন্য
কি করা যায় ?
মন থেকে উত্তর এলো......
কেবল্ই শ্রদ্ধা করা যায়
আর কিছু না আর কিছু
করতে পারিনা আমরা
আর আমাদের শ্রদ্ধা টুকু
করার যোগ্যতাও মাঝে মাঝে থাকে না
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ওয়াহিদ ১৯/০৯/২০১৩
-
ইব্রাহীম রাসেল ১৭/০৯/২০১৩-চমৎকার বিষয়বস্তু তবে কাব্য কতটা হয়েছে সেটা বিবেচ্য বিষয়--
শ্রদ্ধা জানায় লেখকের কলম কে ।
দোয়া রয়ল ।