www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জীবনের অভ্যুত্থান

অথৈ সাগরের গভীর প্রদেশে হারিয়ে যাওয়া কিংবদন্তি;
সাথে নশ্বর জীবনের তটে ভীড় করা কিছু রহস্য,
আহত হবার সূঁচে গাঁথা সার্থক হবার আশা,
সাথে অতৃপ্ত পাওয়ার নেশা,
নির্মল হয়ে ওঠে অবশেষে অযাচিৎ হতাশা।

হৃদয়ে জমে ওঠা ভালবাসার মেঘ,
চমকে ওঠা ক্ষণপ্রভার আগেই
তবে আমৃত্যু বাধনে বাধতে নয়,
মনকে তৈরী করা পথ চলার জন্য।
সে পথে দেখা হবে অসম দ্বিধায়
তবে অগাধ আত্মবিঃশ্বাস নিয়ে।
মিলন হবে প্রেম অবকাশে,
অতঃপর জীবন সংগ্রামে;
সপ্রতিভ খুঁজে নেবে আপন সত্ত্বাকে,
অপরাধবোধে শ্রান্ত হয়ে
পিছু ফিরে তাকাতে নয়।
এ পিছুটান সেই রহস্যকে উদঘাটন করতে,
চেনাকে আরো আপন করে;
আরো বেশী ভালবাসতে।

নিরন্তর প্রভাব বিভবের বংশোদ্ভূত অভিপ্রায়ে,
অন্তরায় দাড়িয়ে না থেকে স্বনীতিকে নীরিক্ষা করা।
চিরন্তন গন্তব্যের পথে ছোট ছোট ব্যর্থ উদ্দেশ্যকে
কৌশলে এড়িয়ে যাওয়া,
সব গোড়াকে উপড়ে ফেলা,
চির নবীনকে পথ করে দিতে।
ভুল নৈতিক দৃষ্টিকে অন্ধ করে দিয়ে
এ বিশাল বিশ্ব সংসারে স্বাধীন এক অস্তিত্বের
সুদর্শন ব্যক্তিত্বের নির্ঝঞ্ঝাট আবির্ভাব ঘটানো।

তখনি হবে অভ্যুত্থান।
বিরহী রাতের কোলে জোছনার নিলাম বসবে না,
হবে না তারা-মেঘ-চাঁদের অভিনব লুকোচুরি খেলা,
বিশুদ্ধ প্রত্যুষে ছায়া পাবে প্রশান্ত আত্মা।
রৌদ্র শিয়রে পাত্তা পাবে শুভ্র মেঘের লজ্জা।
উদাস দুপুর রঙীন হবে রংধনুর সপ্তরঙে।
বিকেল উদ্যান রবে সৃষ্টিতে মুখরিত।
নীলিমায় রাঙাবে লালিমা সেই
অতৃপ্ত নেশাকে পূরণ করে দিতে।

- ২৭ জুন, ২০০৮
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৬৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০৬/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast