পর্দা
মীর মামুন হোসেন: ঘন বন কাটতে প্রয়োজন দক্ষ কামারের হাতে বানানো একটা কুড়াল। শুধু কুড়াল দিয়ে বন কাটা যায় না। বন কাটতে বনের একটা ষড়াত লম্বা চিকন চাকন গাছের প্রয়োজন। যে গাছ কুড়ালের ডামাটি হিসাবে ব্যবহার হয়।
ডামাটি ভাবে আমি কুড়ালকে ব্যবহার করছি। কুড়াল ভাবে আমি ডামাটিকে ব্যবহার করছি।
লোহা দিয়ে লোহা কাটে, বন কেটে উজার হয় কুড়ালের বাটে।
কে কাকে ব্যবহার করছে? না ব্যবহার হচ্ছে লেখাটি শেষ করার স্বার্থে প্রশ্ন টি ব্রাকেট (?) বন্দি থাক।
ওদিকে চতুর কাঠুরিয়া মুচকি হাঁসে আর ভাবে ওরে বোকা বনের ষড়াত লম্বা গাছ আমি তোমাকে দিয়ে তোর বংশ ধংশ করবো। শুধু তোরা চোখে রঙিন চশমা পড়ে চেয়ে চেয়ে দেখ।
লোহা দিয়ে লোহা কাটে
বিষে কাটে বিষ
সাপুড়ে ঠাং নাচায়
মুখে তুলে শিষ।
ঢিল দিয়ে ঢিল ভাঙ্গে
কাটা দিয়ে কাটা
স্বজাতী শেষ করে
শিল নোড়া পাটা।
তবে;
আগুন দিয়ে আগুন
হয়না নিয়ন্ত্রন
একথা রাম চন্দ্র
রাখিও স্মরণ।
নেভাতে আগুন লাগে
পানির প্রয়োজন।
ডামাটি ভাবে আমি কুড়ালকে ব্যবহার করছি। কুড়াল ভাবে আমি ডামাটিকে ব্যবহার করছি।
লোহা দিয়ে লোহা কাটে, বন কেটে উজার হয় কুড়ালের বাটে।
কে কাকে ব্যবহার করছে? না ব্যবহার হচ্ছে লেখাটি শেষ করার স্বার্থে প্রশ্ন টি ব্রাকেট (?) বন্দি থাক।
ওদিকে চতুর কাঠুরিয়া মুচকি হাঁসে আর ভাবে ওরে বোকা বনের ষড়াত লম্বা গাছ আমি তোমাকে দিয়ে তোর বংশ ধংশ করবো। শুধু তোরা চোখে রঙিন চশমা পড়ে চেয়ে চেয়ে দেখ।
লোহা দিয়ে লোহা কাটে
বিষে কাটে বিষ
সাপুড়ে ঠাং নাচায়
মুখে তুলে শিষ।
ঢিল দিয়ে ঢিল ভাঙ্গে
কাটা দিয়ে কাটা
স্বজাতী শেষ করে
শিল নোড়া পাটা।
তবে;
আগুন দিয়ে আগুন
হয়না নিয়ন্ত্রন
একথা রাম চন্দ্র
রাখিও স্মরণ।
নেভাতে আগুন লাগে
পানির প্রয়োজন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ আবিদ হাসান রাজন ২১/০২/২০২৩ভালো
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৮/০১/২০২৩ভাল।
-
সেলিম রেজা সাগর ২০/০১/২০২৩সুন্দর
-
শ.ম. শহীদ ১৭/০১/২০২৩সুন্দর।
-
শুভজিৎ বিশ্বাস ০৯/০১/২০২৩খুব ভালো লিখেছেন।
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০৩/০১/২০২৩উপভোগ্য কবিতা। বেশ ভাল হয়েছে।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ৩১/১২/২০২২নাইস