www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মা শুধু মা

আয়রে খোকন আয়,আয়রে সোনা
আয়রে যাদু আয়, আয়রে মনা
এমন আদর আর কেউ করেনা
এমন মধুর সুরে কেউ ডাকেনা
মা - শুধু মা- তোমার তুলনা
এই পৃথিবীতে জানি আর হবেনা ।

### ###

বিকেল গড়িয়ে যায় সন্ধ্যা আসে
তবুও মায়ের ডাক কানে না আসে
ফিরেছি ঘরে যদি সন্ধ্যা পরে
এখন আমাই আর কেউ বকেনা ।।

### ###

ঘুম পাড়ানি গান কে শোনাবে
আদর করে আর কে কাছে নেবে।
দু-চোঁখে এখন আজ অঝর শ্রাবন
কেঁদে কেঁদে রাত যায় ঘুম আসেনা।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২১৯৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/০৫/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast