আহবান
ও পাখি’ দিয়ে ফাঁকি
কেন ছেড়ে যাস বন্ধুকে
আয় ফিরে আয়-না,
করিসনে বায়না
এমন বন্ধু রেখে যাবি কোথায়
এমন ভালবাসা পাবি কোথায়
বুকের মানুষ বুকেই মানায়
ফিরে আয় বুকের সিন্দুকে
ঐ যে দেখিস রবির আলো
পেছনে তার আধার কালো
মনের কথা তুই রাখবি কোথায়
বুকের ব্যথা তুই ঢাকবি কোথায়
ও পাখি’ দিয়ে ফাঁকি
কেন ছেড়ে যাস বন্ধুকে
তুই কি ভাবিস দুরের আকাশ
আপন সে তোর মুক্ত বাতাস
ডানার ক্লানি- তুই মুছবি কোথায়
প্রিয় জনের টান ঘুঁজবি কোথায়
ও পাখি’ দিয়ে ফাঁকি
কেন ছেড়ে যাস বন্ধুকে
কেন ছেড়ে যাস বন্ধুকে
আয় ফিরে আয়-না,
করিসনে বায়না
এমন বন্ধু রেখে যাবি কোথায়
এমন ভালবাসা পাবি কোথায়
বুকের মানুষ বুকেই মানায়
ফিরে আয় বুকের সিন্দুকে
ঐ যে দেখিস রবির আলো
পেছনে তার আধার কালো
মনের কথা তুই রাখবি কোথায়
বুকের ব্যথা তুই ঢাকবি কোথায়
ও পাখি’ দিয়ে ফাঁকি
কেন ছেড়ে যাস বন্ধুকে
তুই কি ভাবিস দুরের আকাশ
আপন সে তোর মুক্ত বাতাস
ডানার ক্লানি- তুই মুছবি কোথায়
প্রিয় জনের টান ঘুঁজবি কোথায়
ও পাখি’ দিয়ে ফাঁকি
কেন ছেড়ে যাস বন্ধুকে
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সফিউল্লাহ আনসারী ০৬/০৫/২০১৪
-
নীরব রাজ ০৫/০৫/২০১৪ভালো হয়েছে
-
এস,বি, (পিটুল) ০৪/০৫/২০১৪Onik onik valo laglo kobita
-
সফিউল্লাহ আনসারী ০৪/০৫/২০১৪বুকের মানুষ বুকেই মানায় !
tik bolechen !
valoo lagloo.... -
আহমাদ সাজিদ ০৪/০৫/২০১৪পাখি আসবে.....
-
কবি মোঃ ইকবাল ০৪/০৫/২০১৪খুব ভালো লাগলো।
ভালোবাসা রইলো বন্ধু....